'সবুজ পিচে' চিন্তিত নন কোহলি
একটা সময় ছিল, ঘাসে ভরা সবুজ পিচ দেখলেই উপমহাদেশের অন্য অধিনায়কদের মতো ভারতের অধিনায়কের কপালেও চিন্তার ভাজ পড়ত। আগের সেই অবস্থার হয়ত পরিবর্তন এসেছে, ভারতের পেস আক্রমণ অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ব্যাটসম্যানরাও রান পাচ্ছেন এমন পিচে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন পিচে দেখা গেছে অনেক ঘাস। অধিনায়ক বিরাট কোহলি বলছেন, এমন সবুজ পিচ দেখে এখন আর তাঁরা নার্ভাস হন না!
সবুজ পিচে খেলতে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে ভারত, দাবি কোহলির, ‘এখন সবুজ পিচ দেখে নার্ভাস হইনা, বরং আরও মুখিয়ে থাকি মাঠে নামার জন্য। আমরা জানি আমাদের বোলিং লাইনআপে এমন কিছু ফাস্ট বোলার আছে যারা প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। যখন এমন পিচে ফর্মের তুঙ্গে থাকা চার-পাঁচজন পেসার আপনার স্কোয়াডে থাকবে, সেটা দারুণ একটা অনুভূতি।’
ম্যাচ শুরুর আগে পিচের বাড়তি ঘাস যেন না কেটে ফেলা হয়, সেটাই প্রত্যাশা কোহলির, ‘পার্থের পিচ দেখে আমি খুশি। আশা করি আর ঘাস কাঁটা হবে না। প্রথম তিনদিন তাহলে ব্যাটে বলের লড়াইটা জমবে। আমরা এটাই চাই।’
বোলাররা তো খুশি হবেন পিচ দেখে। কিন্তু ব্যাটসম্যানরা? কোহলি বলছেন, ব্যাটসম্যানদের এই চ্যালেঞ্জটা নিতেই হবে, ‘এমন পিচ দেখে আমাদের ব্যাটসম্যানরা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে বিশ্বাস করি। আমাদের বোলিং আক্রমণের ওপর সবার ভরসা আছে। যদি ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করে, তাহলে অবশ্যই ফলাফল আমাদের পক্ষেই যাবে।’
দ্বিতীয় টেস্টের আগে অবশ্য একটা ধাক্কা খেয়েছে ভারত। ইনজুরির কারণে খেলতে পারবেন না রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। পিচে ঘাস দেখে এই টেস্টে চার পেসার খেলাতে পারেন কোহলি।