• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বায়ার্নকে পেল লিভারপুল, পিএসজি ইউনাইটেডকে

    বায়ার্নকে পেল লিভারপুল, পিএসজি ইউনাইটেডকে    

    চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ এর ড্র হয়ে গেছে সুইজারল্যান্ডের নিয়নে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে আয়াক্সকে। আর বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। বড় দুই দলের প্রতিপক্ষ খানিকটা সহজ হলেও, বেশ কয়েকটি 'বিগ ম্যাচ' অপেক্ষা করছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেই। জুভেন্টাস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর পিএসজি খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতাতেই এর আগে মুখোমুখি হয়নি এই দুই দল। গ্রুপ রানার আপ হওয়ায় বড় দল এড়াতে পারেনি গতবারের রানার আপ লিভারপুলও। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের প্রতিপক্ষ। চ্যাম্পিয়নস লিগও আগে দেখেনি এই দুই দলের ম্যাচ। সম্ভব দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে জমজমাট ম্যাচও এটিই।   

    ফেব্রুয়ারি মাসের ১২, ১৩ ও ১৯, ২০ তারিখে হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ। মার্চের ৫, ৬ ও ১২, ১৩ তারিখে হবে ফিরতি লেগ।   

     





    এক নজরে চ্যাম্পিয়নস লিগের শেষ- ১৬
     

    • শালকে - ম্যানচেস্টার সিটি
    • অ্যাটলেটিকো মাদ্রিদ - জুভেন্টাস 
    • ম্যানচেস্টার ইউনাইটেড - পিএসজি 
    • টটেনহাম হটস্পার - বরুশিয়া ডর্টমুন্ড
    • অলিম্পিক লিঁও- বার্সেলোনা 
    • এএস রোমা- এফসি পোর্তো 
    • আয়াক্স - রিয়াল মাদ্রিদ 
    • লিভারপুল - বায়ার্ন মিউনিখ