'কোহলি কোনো বাড়াবাড়ি করেননি'
সিরিজের আগে দুই দলের কথার লড়াই নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। প্রথম টেস্টে সেভাবে তর্কে না জড়ালেও পার্থে বেশ ভালোই কথা কাটাকাটি হয়েছে বিরাট কোহলি ও টিম পেইনের। পেইনের সাথে সেই তর্ক ও তাঁর আউটের পর প্রতিক্রিয়া নিয়ে একটু সমালোচনার মুখেই পড়েছেন কোহলি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার অবশ্য মনে করেন, কোহলি কোনো বাড়াবাড়ি করেননি।
পার্থের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় পেইন-কোহলি তর্কটা গড়িয়েছিল অনেকদূর। শেষ পর্যন্ত আম্পায়ার এসে থামিয়েছেন দুজনকে। পেইন যখন আউট হন, কোহলির উদযাপনটা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে ভারত যখন ব্যাটিংয়ে নামে, তখন পেইনও বারবার কোহলির নাম তুলে ভারতীয় ব্যাটসম্যানদের কথা শুনিয়ে যাচ্ছিলেন।
পেইনের আউটের পর কোহলির ওই উদযাপনে কোনো সমস্যা দেখছেন না বোর্ডার, ‘উইকেট পাওয়ার পর কোহলির যে শরীরী ভাষা হয়, সেটা আর কোনো অধিনায়ককেই করতে দেখিনি। কিন্তু এটা খারাপ কিছু না। ক্রিকেট নিয়ে তাঁর যে প্যাশন, সেটা দারুণ।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতার জন্য মরিয়া কোহলি, বিশ্বাস বোর্ডারের, ‘সে তাঁর দলকে টেস্টে এক নম্বর বানিয়েছে। কিন্তু বিদেশের মাটিতে সিরিজ জেতাটা এখনো হয়নি তাঁর। এবার প্রথম টেস্ট জেতায় সেই সুযোগটা এসেছে। এই ব্যাপারটা সে ভালোভাবেই অনুভব করছে। কোহলির শরীরী ভাষা ও উদযাপনেও সেটাই প্রকাশ পাচ্ছে।’
এদিকে সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার কিছুটা সতর্কই করলেন কোহলিকে। তাঁর মতে, কোহলির আচরণ দলের ওপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে, ‘অনেকেই স্বভাবত আক্রমণাত্মক হয় খেলার মাঠে। কিন্তু একজন অধিনায়কের মনে রাখা উচিত, তাঁর আচরণে যেন কোনোভাবেই দলের অন্যদের ওপর প্রভাব না পড়ে।’
সিরিজ শুরুর আগে কোহলি নিজেই বলেছিলেন, আগ বাড়িয়ে কোনো স্লেজিং করবে না ভারত। গাভাস্কার মনে করেন, স্লেজিং করে ভারতেরই ক্ষতি বেশি, ‘পেইন তো ভারতীয় ড্রেসিংরুমে থাকে না, তাহলে সে কীভাবে জানে বিজয় কোহলিকে পছন্দ করে না? এখানেই স্পোর্টসম্যানশিপের প্রশ্ন আসে। আমরাও সাধু না। ২০১৪ সালে ফিল হিউজের মৃত্যুর পর আমরা স্লেজিং করেছিলাম। এরকম করলে আমরা সবসময়ই হেরে যাই। কারণ আমাদের খেলার ধরন এমন না, অস্ট্রেলিয়ানরা এভাবেই খেলে অভ্যস্ত। তাই অধিনায়ককে এই ব্যাপারটা বুঝতে হবে।’
বক্সিং ডেতে মেলবোর্নে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টেও কথার লড়াই সমানতালে চলবে কিনা, সেটা জানা যাবে তখনই।