• এফ এ কাপ
  • " />

     

    লিভারপুলের বিদায়ঘন্টা বাজিয়ে দিল উলভস

    লিভারপুলের বিদায়ঘন্টা বাজিয়ে দিল উলভস    

     

    ম্যানচেস্টার সিটির কাছে হেরে গত সপ্তাহে লিগে লিডটা বাড়ান হয়নি তাদের। প্রিমিয়ার লিগের সেই হারের রেশ কাটতে না কাটতেই লিভারপুলকে আরেকটি হারের স্বাদ পেতে হলো। উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরে এফ এ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ইউর্গেন ক্লপের দল।

    দ্বিতীয় সারির লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উলভস। বারবার আক্রমণ সাজিয়েও অবশ্য গোলের খুব কাছে যেতে পারছিলেন না ফরোয়ার্ডরা। ২৭ মিনিটে উইলি বলির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪ মিনিটে জনির শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক। ৩৮ মিনিটে ভাঙ্গে লিভারপুলের প্রতিরোধ। দারুণ এক পাল্টা আক্রমণে বল পেয়েছিলেন ডিওগো জোটা। তাঁর বাড়ান বলে ডান পায়ের জোড়ালো এক শটে উলভসকে এগিয়ে দেন রাউল হিমেনেজ।

    বিরতির ঠিক পরেই সমতা ফেরায় লিভারপুল। ৫১ মিনিটে ডিভোক অরিগির বাঁ পায়ের শট ঠেকানোর কোনো উপায়ই খুঁজে পাননি উলভস কিপার। লিভারপুলের সেই হাসি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরে আবার লিড নেয় উলভস। রুবেন ভিনাগ্রের পাসে বল পেয়েছিলেন রুবেন নেভেস। বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ এক শট জালে জড়ালে এগিয়ে যায় উলভস।

    দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া ছিল লিভারপুল। ৬৯ মিনিটে জারদান শাকিরির শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৩ মিনিটে রাফায়েল ক্যামাচোর শট পোস্ট ঘেঁষে চলে যায়। ৯৩ মিনিটে ফ্যাবিয়ানোর দারুণ এক হেড বাঁচিয়ে দেন রুডি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে পরের রাউন্ডে উঠল উলভ।

    এই নিয়ে পঞ্চমবারের মতো উলভসের কাছে হেরে এফ এ কাপ থেকে বিদায় নিল লিভারপুল। ১৯৮১ সালের পর এই প্রথমবার ঘরের মাঠে লিভারপুলকে হারাল উলভস।