'পান্ডিয়া-রাহুলকে খেলতে দেওয়া উচিত'
টিভি শোতে বিতর্কিত মন্তব্য করে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল দুইজনকে। হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছে। তবে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না বলছেন ভিন্ন কথা। তিনি চান, তদন্ত চলার সময়ে যেন পান্ডিয়া ও রাহুলকে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরেছেন পান্ডিয়া ও রাহুল। নিউজিল্যান্ডে সফরের স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে তাদের। পরিচালনা কমিটির তদন্ত শেষে তাদের কী শাস্তি হয়, শেষ পর্যন্ত কবে আবার জাতীয় দলে ফিরবেন, এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশেষ করে আসন্ন বিশ্বকাপে তাঁরা খেলবেন কিনা, সেটাই বড় প্রশ্ন।
ভারতের সুপ্রিম কোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত পরিচালনা কমিটিকে লেখা এক চিঠিতে খান্না পরামর্শ দিয়েছেন, পান্ডিয়া ও রাহুলকে যেন দলে ফেরানো হয়, ‘আমার মনে হয়, যতদিন তদন্ত শেষ না হচ্ছে, তাদের দুজনকে দলে ফেরানো উচিত। এই মুহূর্তে তাদের নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়া কথাও কমিটিকে বলেছি।’
ওই ঘটনার পর পান্ডিয়া ও রাহুল দুজনেই ক্ষমা চেয়েছেন। খান্নার মতে, ক্ষমা চেয়েও যদি এভাবে মাঠের বাইরে থাকতে হয়, সেটা ভালো দেখায় না, ‘তাঁরা ভুল করেছে, এটার শাস্তিও পেয়েছে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, নিষেধাজ্ঞাও এসেছে। তাঁরা নিজেদের ওই ভুলের জন্য নিঃস্বার্থভাবে ক্ষমাও চেয়েছে। তাই তাদের এভাবে খেলা থেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে না। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরীও আমার সাথে একমত।’
শেষ পর্যন্ত কবে খেলায় ফিরবেন পান্ডিয়া ও রাহুল, সেটা সময়ই বলে দেবে।