• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    সারি-কেপার ভুল বোঝাবুঝিতেই ফাইনালের ওই নাটক!

    সারি-কেপার ভুল বোঝাবুঝিতেই ফাইনালের ওই নাটক!    

    কারাবাও কাপের ফাইনালের ফলাফল ছাপিয়ে ম্যানচেস্টার সিটি-চেলসি ফাইনালের কেন্দ্রুবিন্দুতে ছিল এই ঘটনাই। শেষ মুহূর্তে চেলসি কোচ মাউরিসিও সারির বারবার বলার পরেও বদলি হতে রাজি না হয়ে আলোচনার জন্ম দিয়েছেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। ম্যাচের পর সারি ও কেপা দুইজনই অবশ্য জানিয়েছেন, পুরো ব্যাপারটাই আসলে ভুল বোঝাবুঝি ছিল!

    ম্যাচটা যে ট্রাইবেকারে গেছে, সেটার কৃতিত্ব অনেকটাই চেলসি কিপার কেপার। দারুণ কিছু সেভ করে দলকে ম্যাচে রেখেছেন তিনি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে একটি সেভ করতে গিয়েই আঘাত পান কেপা। প্রাথমিক চিকিৎসার পরেও খুব একটা সুস্থ লাগছিল না কেপাকে। কোচ সারি তাই সবার সাথে পরামর্শ করে তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্লোভস পরে মাঠে নামার জন্য প্রস্তুত হলেন আরেক কিপার উইলি ক্যাবেয়ারো। চতুর্থ রেফারিও খেলোয়াড় বদলের সংকেত দেওয়ার জন্য তৈরি ছিলেন। এরপরই আসে সেই বিতর্কিত মুহূর্ত, মাঠ থেকে কিছুতেই বের হতে চাইছিলেন না কেপা। সারি বারবার তাকে উঠে আসতে ইঙ্গিত করলেও কেপা কারো কথাই শোনেননি। কয়েক মিনিট ধরে চলা নাটকের পর শেষ পর্যন্ত খেলেই গেছেন কেপা।

    কেপা এভাবে মাঠে থেকে যাওয়ায় যারপরনাই চটেছিলেন সারি। এক পর্যায়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার জন্যও রওনা দিয়েছিলেন তিনি! কিন্তু কেনো কোচের কথা শুনলেন না কেপা? ম্যাচ শেষে তিনি নিজেই দিয়েছেন এর ব্যাখ্যা, ‘পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি। আমি কখনোই কোচের কথা অমান্য করতে চাইনি। আমি দুইবার মেডিকেল দলের সাহায্য নিয়েছিলাম, এজন্যই তিনি ভেবেছেন আমি আর খেলা চালিয়ে যেতে পারব না। মেডিকেল টিম কয়েক মিনিট পর ডাগআউটে ফিরে তাদের এটা বুঝিয়ে বলেছে। আমি খেলা চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি ফিট ছিলাম।’

    সবাই ঘটনার পর তাকে ভুল বুঝছে বলেই দাবি কেপার, ‘বাইরে থেকে সবাই আমাকে ভুল বুঝছে। আমি ম্যাচের পর সারির সাথে বিস্তারিত কথা বলেছি। আমি সুস্থ ছিলাম, তিনি ভেবেছিলেন আমি চোটের কারণে খেলতে পারছি না। এটা নিয়ে এতো আলোচনার আসলে কিছু নেই।  

    এদিকে সারিও বলছেন, কেপাকে ভুল বুঝেছিলেন তিনি, ‘আমি যখন ক্যাবেয়ারোকে নামাতে চাইছিলাম, তখন মাঠ থেকে কেপা আমাকে বলার চেষ্টা করছিল যে সে সুস্থই আছে। কেপা তার জায়গায় ঠিকই ছিল, তবে সে ব্যাপারটা সঠিকভাবে তুলে ধরতে পারেনি। কেপার ইনজুরির কারণেই ক্যাবেয়ারোকে নামাতে চেয়েছিলাম।’

    কেপার ওপর রাগ করে একটা সময় মাঠ ছেড়েই বের হতে নিয়েছিলেন সারি। দলের জন্যই আবার ফিরে এসেছেন তিনি, ‘আসলে ওই মুহূর্তে আমাকে ফিরে আসতেই হতো। কেপা পরে বুঝেছে কেন আমি তাকে বদলি করতে চেয়েছিলাম। তার শারীরিক অবস্থা সঠিকভাবে বুঝতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। সে বরাবরই ঠিক ছিল।’

    দুইজনের ভুল বোঝাবুঝিতে ফাইনালের শেষ মুহূর্তে কী কান্ডটাই না ঘটল!