• এফ এ কাপ
  • " />

     

    এভাবে জিততে চান না গার্দিওলা

    এভাবে জিততে চান না গার্দিওলা    

    ম্যাচটা হয়ত গড়াত অতিরিক্ত সময়ে। ৮৮ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলেই সোয়ানসি সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে এফ এ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। দুই গোলে পিছিয়ে পড়েও এমন জয়, তবে সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য খুব বেশি খুশি হতে পারছেন না। আগুয়েরোর শেষ গোলটা অফসাইড ছিল কিনা, ভিএআর না থাকায় সে নিয়ে বিতর্ক থেকেই গেছে। গার্দিওলা তাই বলছেন, এমন বিতর্কিত জয় তিনি চান না। 

    সিটি-সোয়ানসি কোয়ার্টার ফাইনালের ম্যাচে ছিল না ভিএআর। সিটির দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। রাহিম স্টার্লিংয়ের পেনাল্টি পাওয়া নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল সোয়ানসি ফুটবলারদের। তাদের দাবি, স্টার্লিংকে ফাউল করেননি ক্যামেরন ভিকারস। ম্যাচের শেষ মুহূর্তে হেডে গোল করে সিটিকে সেমিতে নিয়ে যান আগুয়েরো। ওই সময় আগুয়েরো অফসাইড অবস্থায় ছিলেন, এই দাবিতে রেফারির সাথে বেশ কিছুক্ষণ তর্কও চলেছে সোয়ানসি ফুটবলারদের। তবে ভিএআর না থাকায় দুটি সিদ্ধান্তের একটিও সোয়ানসির পক্ষে যায়নি।

    শুধু সোয়ানসি নয়, রেফারির সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নন খোদ গার্দিওলাও, ‘আমি আসলে ফাউলটা ভালোভাবে খেয়াল করিনি। সেটা পেনাল্টি ছিল কিনা, কিংবা আগুয়েরো অফসাইড ছিল কিনা, এটা নিয়ে সবাই প্রশ্ন তুলতেই পারে। যদি এটা সত্যি হয় তাহলে আমি ক্ষমা চাইছি তাদের কাছে। ভিএআর না থাকলে রেফারির সিদ্ধান্তই মেনে নিতে হবে। আমরা তো সবসময়ই ভিএআরের পক্ষে। এফ এ কাপে তো কিছু ম্যাচে ভিএআর আছে, কিছু ম্যাচে নেই!’

     

     

    বিতর্কিত গোলে ম্যাচ জিততে চান না গার্দিওলা, ‘রেফারির ভুল সিদ্ধান্তে আমি ম্যাচ হারতে চাই না। কিন্তু ভুল সিদ্ধান্তে আমি জিততেও চাই না! হয়ত ভিএআর থাকলে কিছুটা সময় নষ্ট হবে, কিন্তু সেটা ভুল সিদ্ধান্ত দূর করবে। ভিএআর দিয়ে কয়েক মিনিট ধরে দেখা হয় ঘটনাটা, রেফারি তাহলে এক সেকেন্ডের মাঝে কীভাবে মাঠে সেটা বুঝতে পারবেন? তবে এসব সিদ্ধান্তর বাইরেও আমরা যোগ্য দল হিসেবে সোয়ানসিকে হারিয়েছি।’

    >