• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    ইউরো বাছাইপর্ব ২০২০: কবে, কখন, কীভাবে...

    ইউরো বাছাইপর্ব ২০২০: কবে, কখন, কীভাবে...    

    আজ রাত থেকে শুরু হবে ইউরো ২০২০ বাছাইপর্ব। প্রথমবারের মতো বদলে যাচ্ছে ইউরোর ফরম্যাট, সেই সঙ্গে বদলে যাচ্ছে বাছাইপর্বের ধরনও। 

     

    কোন গ্রুপে কারা

    গ্রুপ এ : ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, কসোভো

    গ্রুপ বি: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া , লুক্সেমবার্গ

    গ্রুপ সি: নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ

    গ্রুপ ডি: সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রালটার

    গ্রুপ ই: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরু, আজারবাইজান

    গ্রুপ এফ: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফ্যারো আইল্যান্ড, মাল্টা

    গ্রুপ জি: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, লাটভিয়া

    গ্রুপ এইচ: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, অ্যান্ডোরা

    গ্রুপ আই: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান, সান মেরিনো

    গ্রুপ জে: ইতালি, বসনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া, লিকটেনস্টেইন

     

    কয়টি দেশ খেলবে?

    গত বারের মতো এবারও ২৪টি দেশ অংশ নেবে। ১২টি শহরজুড়ে হবে সামনের ইউরো, নির্দিষ্ট কোনো স্বাগতিক দেশ নেই। ফলে কোনো দেশ সরাসরি অংশও নেবে না। দশটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল, যার মানে মোট ২০টি দেশ সরাসরি ইউরো খেলবে। আর বাকি চারটি জায়গার জন্য খেলবে হবে প্লে অফ। ১৬টি দেশ এই প্লে অফের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, যেটি ঠিক হবে ইউয়েফা নেশনস লিগে তাদের অবস্থানের ভিত্তিতে।

     

    বাছাইপর্বের সূচি

    মার্চ ২১-২৩

    মার্চ ২৪-২৬

    জুন ৭-৮

    জুন ১০-১১

    সেপ্টেম্বর ৫-৭

    সেপ্টেম্বর ৮-১০

    অক্টোবর ১০-১২

    অক্টোবর ১৩-১৫

    নভেম্বর ১৪-১৬

    নভেম্বর ১৭-১৯

     

    প্লে অফের ফরম্যাট কী ?

    ১৬টি দেশ খেলবে প্লে অফ। যে চার দল চূড়ান্ত টিকিট পাবে, তাদের দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল পার হয়ে আসতে হবে। সব ম্যাচ হবে এক লেগের।

    প্লে অফে কারা খেলবে?

    ইউয়েফা নেশনস লিগের চারটি ধাপে যে ১৬টি গ্রুপ আছে, তাদের চ্যাম্পিয়নরা প্লে অফের টিকিট পাবে। তার মানে সর্বনিম্ন ধাপের দুর্বল দলগুলোরও প্লে অফে খেলার সুযোগ থাকছে। আবার যারা চ্যাম্পিয়ন, তাদের মধ্যে অন্তত অর্ধেক বাছাইপর্ব থেকে আগেই টিকিট পেয়ে যাবে। সেক্ষেত্রে গ্রুপে যে দলটা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে, তারাই পাবে টিকিট। অবস্থানগত কারণে যেমন ইংল্যান্ড, কসোভো, পর্তুগাল, সার্বিয়া, ইউক্রেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলারুশ, ডেনমার্ক, জর্জিয়া, সুইডেন, নরওয়ে, মেসিডোনিয়া, বসনিয়া হার্জেগভিনা, ফিনল্যান্ডের নিজ নিজ গ্রুপ থেকে অন্ততপক্ষে প্লে অফ নিশ্চিত হয়েছে।