• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    শ্রদ্ধা জানিয়েও শাস্তি পাবেন স্টার্লিং?

    শ্রদ্ধা জানিয়েও শাস্তি পাবেন স্টার্লিং?    

    চেক রিপাবলিকের বিপক্ষে তখন ২-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড, রাহিম স্টার্লিং করেছেন একটি গোল। ম্যাচের ৬২ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে স্টার্লিং করলেন নিজের দ্বিতীয় গোল। গোলের পরপরই উদযাপনের সময় জার্সি উঁচিয়ে স্টার্লিং স্মরণ করেছেন গত সপ্তাহেই মারা যাওয়া ক্রিস্টাল প্যালেসের যুবদলের ফুটবলার ডামারি ডকিংনসকে। এই উদযাপনে জন্য অবশ্য শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি।

    ১৩ বছর বয়সী ডামারি ছিলেন ক্রিস্টাল প্যালেসের যুবদলের সদস্য। চার বছর ধরে লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। ডামারি ছিলেন স্টার্লিংয়ের বড় ভক্ত, দুজনের একসাথে ছবিও আছে। তার চিকিৎসায় অনেক সাহায্যও করেছিলেন স্টার্লিং। অবশেষে প্রাণঘাতী রোগের সাথে লড়াইটা হেরে যান ডামারি, গত সপ্তাহে মৃত্যুবরণ করেন তিনি।

    ডামারির এমন মৃত্যু ছুঁয়ে গেছে স্টার্লিংয়ের হৃদয়কেও। ইউরো বাছাইপর্বের ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে স্টার্লিং তাই স্মরণ করেছেন ডামারিকে। জার্সি উঁচিয়ে নিচের গেঞ্জিটা সবাইকে দেখান স্টার্লিং। সেখানে তার সাথে ডামারির তোলা ছবির নিচে লেখা ছিল, ‘তোমার আত্মা শান্তি পাক।’

    তবে উদযাপনটা আবেগঘন হলেও এতে ফেঁসে যেতে পারেন স্টার্লিং। ২০১৪ সালের করা ফিফা নিয়ম অনুযায়ী, মাঠে কোন ফুটবলার তাদের জার্সির নিচে রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত কোন স্লোগান লিখতে পারবেন না। তাঁরা কোন কোম্পানির বিজ্ঞাপনও প্রচার করতে পারবেন না এভাবে।

     

     

    চেক রিপাবলিকের ম্যাচে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন স্টার্লিং। ইংল্যান্ড জিতেছে ৫-০ ব্যবধানে। ইউয়েফা স্টার্লিংয়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কিনা, সেটা জানা যাবে কিছুদিনের মাঝেই।