• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    'জিরুর সমালোচনা অযৌক্তিক'

    'জিরুর সমালোচনা অযৌক্তিক'    

    ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জিনেদিন জিদানকে ছাড়িয়ে গিয়েছিলেন গত বছর। শুক্রবার ইউরো বাছাইপর্বের 'এফ' গ্রুপের প্রথম ম্যাচে মলদোভার বিপক্ষে ৩৬ মিনিটে গোল করেন অলিভিয়ের জিরু। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে ডেভিড ত্রেজেগের সমান ৩৪ গোল এখন তার। কিন্তু এতকিছুর পরও জিরুর সমালোচকদের অভাব নেই। তবে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম বলেছেন, জিরুর এমন সমালোচনা একেবারেই অযৌক্তিক। 

    ক্যারিয়ারে অর্জনের বিচারে বেশ সমৃদ্ধ জিরুর ট্রফিকেসও। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, ঝুলিতে আছে ফিফার পুসকাস অ্যাওয়ার্ডও। সাবেক ক্লাব মঁপেলিয়েরকে ফ্রেঞ্চ লিগও জিতিয়েছেন। আর্সেনালের হয়ে এফএ কাপ জিতেছেন ৪বার। কিন্তু বিশ্বসেরা স্ট্রাইকারদের তালিকায় জিরুর নাম পাওয়া যায় না উঠে আসে না সেভাবে। বরং সুযোগ হাতছাড়া করা বা অন্যান্য স্ট্রাইকারদের মত গোলমুখে দুর্ধর্ষ না হওয়ায় সমালোচক-নিন্দুকদের অন্যতম 'টার্গেট' জিরু।

     

     

    তবে ফ্রেঞ্চ কোচ দেশম মনে করেন, জিরু বিশ্বসেরাদেরই একজন, 'এই মৌসুমে অলিকে (জিরু) চেলসি খুব একটা খেলায় নি। ওর বেশিরভাগ ম্যাচই ছিল ইউরোপা লিগে, যেখানে ও নিজের জাত চিনিয়েছে। ডায়নামো কিয়েভের বিপক্ষে গত রাউন্ডে হ্যাটট্রিকও আছে তার। তবে ক্লাবে সে কেমন খেলছে, সেটা আমার কাছে মুখ্য নয়। অলি থাকলে দলের সবার মধ্যে বোঝাপড়াটা আরও দারুণ হয়। দেশের হয়ে ৩৪ গোল করা সহজ নয়।'

     

     

    দেশমের বিশ্বাস, ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিতে পারেন জিরু, 'অলি যতদিন ফর্মে থাকবে, ততদিন অবশ্যই মূল একাদশে সুযোগ পাবে। আর ও যত সুযোগ পাবে, থিয়েরির রেকর্ড (৫১ গোল) ছোঁয়ার সম্ভাবনাও ততই বাড়বে। ওর মধ্যে গোল করার সাথে করানোরও একটা তাগিদ আছে। এমন একজন স্ট্রাইকার দলে থাকা আসলেই দারুণ ব্যাপার।'