• আইপিএল ২০১৯
  • " />

     

    মালিঙ্গার আইপিএল না খেলার সিদ্ধান্তে নারাজ মুম্বাই

    মালিঙ্গার আইপিএল না খেলার সিদ্ধান্তে নারাজ মুম্বাই    

    গতবার মেন্টর হিসেবে কাজ করলেও এবার ২ কোটি রুপিতে লাসিথ মালিঙ্গাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের মৌসুমে মাঠে নামার কথা ছিল তার। তবে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মালিঙ্গা খেলবেন শ্রীলংকার অন্তঃরাজ্য ওয়ানডে টুর্নামেন্টে। এই কারণেই মুম্বাইয়ের হয়ে আইপিএলের বেশিরভাগ ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মুম্বাই কোচ ও মালিঙ্গার সাবেক সতীর্থ মাহেলা জয়াবর্ধনে বলছেন, মালিঙ্গা তাদের কোনকিছু পরিষ্কারভাবে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    বিশ্বকাপের আগে আগামী ৪ থেকে ১১ এপ্রিল অন্তঃরাজ্য ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে লঙ্কান বোর্ড। সেখানে গলের অধিনায়ক করা হয়েছে মালিঙ্গাকে। বোর্ড থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের জন্য বিবেচিত হতে হলে এই টুর্নামেন্ট খেলতেই হবে। মালিঙ্গা তাই আইপিএল বাদ দিয়ে এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত মুম্বাইয়ের প্রথম ছয় ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে মালিঙ্গা বলছেন, মুম্বাই যেন তার আশায় বসে না থেকে বিকল্প কাউকে দেখে।

    জয়াবর্ধনে জানিয়েছেন, মালিঙ্গার সিদ্ধান্তে তাঁরা অবাক, ‘আমাদের আসলে এই ব্যাপারে পুরোটা জানতে হবে। শ্রীলংকার ওই টুর্নামেন্ট এপ্রিলের চার থেকে পাঁচদিন হবে, এরপরও মালিঙ্গা আমাদের হয়ে খেলতে পারে। যখন তাকে নিলামে কেনা হলো, লংকান ক্রিকেট বোর্ড একটা সূচি দিয়েছিল, সেখানে ঘরোয়া ওই টুর্নামেন্ট ছিল না। তাই বোর্ডের সাথে আমাদের কথা বলতে হবে। আগেভাগেই কোন মন্তব্য করতে চাচ্ছি না। মালিঙ্গা মুম্বাইয়ের হয়ে খেলবে কী খেলবে না, সেটা আলোচনার পরেই জানা যাবে।’

     

     

    এদিকে মুম্বাইয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও কথা বলবে লংকান বোর্ডের সাথে। হুট করে ঘরোয়া টুর্নামেন্টের সূচি দেওয়ায় মালিঙ্গার মতো অনেক লংকান ক্রিকেটার হয়ত আইপিএলে খেলবে না, এটা মানতে পারছে না বিসিসিআই।