• " />

     

    'ওজিলই সবচেয়ে বুদ্ধিমান ফুটবলার'

    'ওজিলই সবচেয়ে বুদ্ধিমান ফুটবলার'    

    কিছুদিন আগেই পেপ গার্দিওলা তাঁর শিষ্য ফিলিপ লামকে বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ফুটবলার বলেছিলেন। এবার স্বয়ং লাম একই বিশেষণে ভূষিত করছেন তাঁর জাতীয় দল সতীর্থ মেসুত ওজিলকে। তাঁর মতে, ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ওজিলই সবচেয়ে বুদ্ধিমান। সেই সাথে এই মৌসুমে আর্সেনালের সাফল্যের কৃতিত্বটাও দিচ্ছেন এই জার্মান মিডফিল্ডারকেই।

     

    ২৭ বছর বয়সী ওজিলের দল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামছে লামের বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম লেগে ওজিলের নৈপুণ্যে বাভারিয়ানদের ২-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে ফিলিপ লাম প্রতিপক্ষের মিডফিল্ডার ওজিলের প্রশংসাতেই পঞ্চমুখ হলেন। স্বদেশী ওজিলই বর্তমান ইউরোপের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বলে মন্তব্য করেন তিনি, “সবাই তাঁর খেলাটা ধরতে পারে না। সে মাঠে অন্য খেলোয়াড়ের পিছনে ছোটাছুটি করতে থাকে না। সে বরং এর চেয়েও বেশি বুদ্ধিমান। সে জায়গা খুঁজে বের করে তাঁর সতীর্থদের সুযোগ করে দেয়। অ্যাসিস্টের পরিসংখ্যানটায় চোখ বুলালেই বুঝা যায় যে তাঁর চেয়ে ভালো আর কেউ নেই।”

     

     

    ইংলিশ প্রিমিয়ার লিগের গত খেলায় সোয়ানসি সিটির বিপক্ষে দুইটি গোল বানিয়ে দিয়েছিলেন ওজিল। এর ফলে এই মৌসুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। সংখ্যাটা ইউরোপের সেরা পাঁচটি লিগের যে কোন খেলোয়াড়ের চেয়েই বেশি। মেসুত ওজিলের নৈপুণ্যেই গানারদের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বে খেলার আশা এখনো বেঁচে আছে। এছাড়া ইংলিশ লিগের শিরোপার দৌড়েও সমান তালে ছুটছে ওয়েঙ্গার শিষ্যরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যান সিটির সমান পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়।  ফিলিপ লামের বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচে হোঁচট খাওয়া আর্সেনালকে দ্বিতীয় পর্বে নিয়ে যেতে হলে ওজিলকেই তাঁর ফুটবলের জাদু দেখাতে হবে।