ফিফা র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগুলো বাংলাদেশ
প্রাক বাছাইপর্বে দুই লেগ মিলিয়ে লাওসকে ১-০ গোলে বিদায় করে ২০২২ বিশ্বকাপের মূল বাছাইপর্বে চলে গেছে বাংলাদেশ। পুরষ্কারস্বরূপ র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে জেমি ডে-র দলের। ৫ ধাপ এগিয়ে ১৮৮ থেকে ১৮৩-তে উঠে এসেছেন জামাল ভূঁইয়ারা। ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত বাছাইপর্বের এশিয়া থেকে অংশ নেওয়া ৪০ দলের মধ্যে একটি বাংলাদেশ।
বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২২-এ। চূড়ান্ত বাছাইপর্বে যাওয়া এশিয়ার ৪০ দলকে ৫টি পটে ভাগ করা হবে। বাংলাদেশ থাকবে ৫ নম্বর পটে। ১ নম্বর পটে থাকবে ইরান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মত পরাশক্তিরা। কাতারে ১৭ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং চূড়ান্ত পর্বের ড্র। খেলাগুলো হবে এ বছরের ৫ সেপ্টেম্বর থেকে ২০২০-এর ৯ জুন পর্যন্ত।
নিজেদের সেরা র্যাঙ্কিং থেকে এখনও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। ১৯৯৬ সালে লাল-সবুজদের অবস্থান ছিল ১১০তম। প্রতিবেশি দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারত (১০১)। শ্রীলঙ্কা আছে ২০১-এ। টেবিলের ২০৫ নম্বরে অবস্থান করছে পাকিস্তান।