• আইপিএল ২০১৯
  • " />

     

    মুম্বাই-বিসিসিআইয়ের আপত্তিতে আইপিএলে মালিঙ্গা

    মুম্বাই-বিসিসিআইয়ের আপত্তিতে আইপিএলে মালিঙ্গা    

    গত সপ্তাহেই লাসিথ মালিঙ্গা জানিয়েছিলেন, জাতীয় দলের জন্য এবারের আইপিএলে খেলবেন না তিনি। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হচ্ছে না। বিসিসিআই ও মুম্বাই ইন্ডিয়ানসের আপত্তিতে আইপিএল খেলতে ভারতের আসছেন মালিঙ্গা। লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঘরোয়া আন্তঃরাজ্য টুর্নামেন্টের এক সপ্তাহ ছাড়া বাকি সময়টা মুম্বাইয়ের হয়েই খেলবেন তিনি।

    ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আন্তঃরাজ্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপে সুযোগ পেতে হলে এই টুর্নামেন্টে খেলতেই হবে। এই ঘোষণার পরেই গলের অধিনায়ক মালিঙ্গা জানিয়েছিলেন, দেশের জন্য আইপিএল খেলবেন না তিনি। মালিঙ্গার এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস ও বিসিসিআই। দুই পক্ষই লংকান ক্রিকেট বোর্ডকে বলেছিল, আইপিএলের নিলামের সময় তাঁরা ঘরোয়া ওই টুর্নামেন্টের সূচি দেয়নি। মালিঙ্গা যেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আইপিএল খেলেন, সেই ব্যাপারেও তাগাদা দিয়েছিলেন তাঁরা।

    শেষ পর্যন্ত মুম্বাই ও বিসিসিআইয়ের কথাই রাখল শ্রীলংকা। দলের প্রধান নির্বাচক অশন্তা ডি মেল জানিয়েছেন, আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মালিঙ্গাকে, ‘আইপিএলের নিলামের সময় আন্তঃরাজ্য টুর্নামেন্টের কথা তাদের জানানো হয়নি। এজন্যই বিসিসিআই আমাদের বলেছিল মালিঙ্গাকে অনাপত্তিপত্র দিতে। আমরা সেটা করেছি, এখন মালিঙ্গার ইচ্ছা হলে আইপিএলে খেলতে পারেন। আন্তঃরাজ্য টুর্নামেন্ট তো মাত্র এক সপ্তাহের।’

    জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি ভারতে আসবেন না মালিঙ্গা। প্রথমে শ্রীলংকা এসে তারপর ভারতে যাবেন। ২৮ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেই মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেন তিনি। এরপর আন্তঃরাজ্য টুর্নামেন্ট খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলংকা ফিরবেন তিনি। সেখানে খেলার পর ১০ এপ্রিল আবার মুম্বাইয়ের সাথে যোগ দেবেন।  

    এদিকে ডি মেল আরও জানিয়েছেন, বিশ্বকাপে স্কোয়াডে থাকার জন্য আন্তঃরাজ্য টুর্নামেন্টটি খেলার দরকার নেই মালিঙ্গার, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মালিঙ্গাকে বিশ্বকাপ দলে নেবো। সে যদি এই টুর্নামেন্টে নাও খেলে, সেটা সমস্যা হবে না। মুম্বাই যদি তাঁকে এখানে আসতে দেয়, সে নিজেও যদি খেলতে চায়, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।’

     

     

    এদিকে লংকান বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলছেন, আইপিএলে খেলাটা মালিঙ্গার জন্যই ভালো হবে, ‘একমাত্র শ্রীলংকান ক্রিকেটার হিসেবে তিনি এবার আইপিএলে খেলবেন। শুরুতে আমরা ভেবেছিলাম তিনি বেঞ্চেই বসে থাকবেন বেশিরভাগ সময়। এই আশংকাটা আমরা বিসিসিআই ও মুম্বাই ইন্ডিয়ানসকেও জানিয়েছিলাম। মুম্বাই আমাদের আশ্বস্ত করেছে, এবার কমপক্ষে ৭-৮ টি ম্যাচ খেলবেন মালিঙ্গা। তবে আমার মনে হয় বুমরাহর ইনজুরির কারণে সে আরও বেশি খেলবে।’