কোয়ালারেল্লার রেকর্ডের রাতে বিধ্বস্ত লিখটেনস্টেইন
প্রায় নয় বছর পর ফিনল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। বদলি হিসেবে নেমে ফ্যাবিও কোয়ালারেল্লা আগের ম্যাচে খেলেছিলেন মাত্র ১০ মিনিট। কাল লিখটেনস্টেইনের বিপক্ষে ছিলেন প্রথম একাদশেই। সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ৩৬ বছর বয়সী কোয়ালারেল্লা, তাঁর জোড়া গোলে লিখটেনস্টেইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপের শীর্ষে উঠেছে আজ্জুরিরা। অন্য ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে মাল্টাকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই লিখটেনস্টেইনের রক্ষণভাগকে দম ফেলবার সুযোগ দেননি ইতালির ফরোয়ার্ডরা। ৪ মিনিটেই ইতালিকে এগিয়ে দিতে পারতেন কোয়ালারেল্লা, তাঁর শট ঠেকিয়ে দেন বুকেল। ১৭ মিনিটে ইতালিকে লিড এনে দেন স্টেফানো সেনসি। লিওনার্দো স্পিনাজোলার ক্রসে হেডে বল জালে জড়ান সেনসি। ২২ মিনিটে আবার কোয়ালারেল্লাকে হতাশ করেন বুকেল। পরের মিনিটেই গোলের সুযোগ নষ্ট করেন মাতেও পলিতানোও।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো ভেরাত্তি। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের জোরালো শটে বুকেলকে পরাস্ত করেন। তিন মিনিট পর পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন কোয়ালারেল্লা। ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার এখন তিনিই, ভেঙ্গেছেন ক্রিশ্চিয়ান পানুচ্চির রেকর্ড। বিরতির ঠিক আগে আরেকটি পেনাল্টি পায় ইতালি, সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন কোয়ালারেল্লা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ময়েস কিনের শট বাঁচিয়ে দেন বুকেল। ৬৯ মিনিটে আর কিনকে আটকাতে পারেননি তিনি। কোয়ালারেল্লার ক্রসে দারুণ এক হেডে গোল করেন কিন। ৭৬ মিনিটে ষষ্ঠবারের মতো লিখটেনস্টেইনের জালে বল জড়ায় ইতালি। প্রথমে পাভোলেত্তির হেড ঠেকিয়ে দিলেও পরের মুহূর্তেই তাঁর নেওয়া শট আটকাতে পারেননি লিখটেনস্টেইন কিপার।
শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের শীর্ষে আছে তাঁরা।
অন্য ম্যাচে মাল্টার বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্পেন। ৩১ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে বা পায়ের শটে স্পেনকে এগিয়ে দেন মোরাতা। ৭৩ মিনিটে হেসুস নাভাসের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে স্পেন।
অন্য ম্যাচের ফলাফল-
রিপাবলিক অফ আয়ারল্যান্ড ১-০ জর্জিয়া
সুইজারল্যান্ড ৩-৩ ডেনমার্ক
নরওয়ে ৩-৩ সুইডেন
আর্মেনিয়া ০-২ ফিনল্যান্ড
রোমানিয়া ৪-১ ফারো আইল্যান্ড