সবার আগে বিশ্বকাপ স্কোয়াড দিল নিউজিল্যান্ড
বিশ্বকাপের বাকি আর দুই মাস। এপ্রিলের মাঝেই দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সবার আগে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে করা এই স্কোয়াডে চমক বলতে শুধু স্পিনার ইশ সোধি ও নবাগত উইকেটরক্ষক টম ব্লান্ডেলের অন্তর্ভুক্তিই।
টড অ্যাস্টেল না সোধি, মিচেল স্যান্টনারের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে কে খেলবেন, সেটা নিয়েই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত নির্বাচকরা ৩০ ওয়ানডেতে ৩৯ উইকেট নেওয়া সোধিকেই বেছে নিয়েছেন। বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন সোধি, নিয়েছিলেন আট উইকেট। ভারতের বিপক্ষে খেলা সবশেষ দুই ওয়ানডেতে অবশ্য উইকেট পাননি।
টম লাথামের বিকল্প কিপার হিসেবে দলে আছেন নবাগত ব্লান্ডেল। দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার। বিশ্বকাপ দলে জায়াগা পেয়েছেন অবশ্য ভাগ্যের জোরে। আরেক উইকেটকিপার টিম সেইফার্তেরই দলে থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আঙুল ভাঙ্গায় বাদ পড়েছেন তিনি। ইনজুরির কারণে নেই কোরি অ্যান্ডারসনও।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, ১৫ জনের দল নির্বাচন করা খুবই কঠিন কাজ ছিল, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা সহজ না, এরকম সময়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা চেয়েছি স্কোয়াডে ভারসাম্য থাকুক। গত কয়েক বছর ধরে আমাদের ওয়ানডে দলটা ভালো খেলছে। প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করতে পারাটা দারুণ ব্যাপার। যারা দলে আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। আশা করি সবাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন(অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, রস টেলর, টম লাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশম, ইশ সোধি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।