• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন মোস্তাফিজ

    দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন মোস্তাফিজ    

    প্রিমিয়ার লিগে গত ম্যাচেই মাঠে নেমেছিলেন শাইনপুকুরের হয়ে, পুরো ১০ ওভার বল করেও পেয়েছিলেন ৩ উইকেট। কিন্তু সেই ম্যাচেই আবার চোট পেলেন, যেটির জন্য সম্ভবত প্রিমিয়ার লিগে আর মাঠেই নামতে পারছেন না। আপাতত দুই সপ্তাহের জন্য মাঠে নামতে পারবেন না, তবে আয়ারল্যান্ডে যাওয়া নিয়ে সংশয় নেই বলেই মনে করছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

    শাইনপুকুরের হয়ে ম্যাচ খেলতে গিয়েই চোট পেয়েছিলেন বাঁ পায়ের গোড়ালিতে। এরপরেই এক্সরে করা হয়, সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ডা. দেবাশীষ জানিয়েছেন, আপাতত দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। চোটটা গুরুতর নয় বলেই জানালেন, ‘এক্স-রেতে হাড়ে কোন চোটের অস্তিত্ব ধরা পড়েনি। ফ্র্যাকচারজনিত কোন সমস্যা নেই। লিগামেন্টে হালকা চোট আছে, ল্যাটারেল অ্যাংকল স্প্রেইন। এই ধরণের স্প্রেইন ওর আগেও ছিল।  এগুলি প্রেডিকশন করা খুব কঠিন। তবে সাধারণত সপ্তাহ দুয়েক পরে ব্যথার তীব্রতা কমে আসে। তাই আমরা আশা করছি দুই সপ্তাহ পর ও স্কিল ট্রেনিং শুরু করতে পারবে।’

    কিন্তু দিন দশেক পরেই আয়ারল্যান্ড ও বিশ্বকাপ সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। মোস্তাফিজ সেখানে থাকতে পারবেন তো? ডা. দেবাশীষ আশাবাদী, ‘ক্যাম্প যখন শুরু হবে, তখন ও পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুই সপ্তাহ পর আমরা যখন ওকে রিভিউ করবো, তখন যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো অবস্থায় আছে তখন অবশ্যই ও সেটা শুরু করবে।’

     

     

    কবে নাগাদ তাহলে আবার বল করতে পারবেন মোস্তাফিজ? দেবাশীষ চৌধুরী বলছেন, ক্যাম্পের শেষ দিকেই তা শুরু হতে পারে, ‘আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখেছি, এরকম ক্ষেত্রে প্রেডিক্ট করা খুব কঠিন। এ ব্যাপারে উইক বাই উইক এগুনোটাই ভালো। এইজন্য আমরা আগামী দুই সপ্তাহের প্ল্যান করছি। এরপর আমরা রিভিউ করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।’