• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট: মরগান

    বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট: মরগান    

    এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেবারিট মানছেন অনেকেই। ইংলিশদের চোখে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা? ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বলছেন, বিশ্বকাপে দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট সরফরাজ আহমেদের পাকিস্তানই।

     

     

    ওয়ানডেতে পাকিস্তান দলের সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে তাঁরা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ৩-২ ব্যবধানে হারতে হয়েছে। বিশ্বকাপের আগে বাকি আছে শুধু ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজই।

    বিশ্বকাপের আগে ইংল্যান্ডেরও এটা শেষ সিরিজ। এবারের বিশ্বকাপে চমক দেখাতে পারে পাকিস্তানও, মানছেন মরগান, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ এটা। এই বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিটদের মাঝেই থাকবে। তাঁরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল এই ইংল্যান্ডেই। সেবার দুর্দান্ত পারফর্ম করেছিল পাকিস্তান।’

    ২০১৫ বিশ্বকাপের ব্যর্থতার পর গত চার বছরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। মরগানের বিশ্বাস, এই ফর্মটা বিশ্বকাপেও নিয়ে যেতে পারবেন তাঁরা, ‘গত চার বছরে দলের বেশিরভাগ সদস্য একসাথে খেলেছে। সবার যার যার পজিশনে দারুণ খেলছে। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে খেলতে পারে, এমন ১৮-১৯ জন ক্রিকেটার আছে আমাদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বিশ্বকাপের আগে অনেক কাজে দেবে দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য।’