ফিটনেসের জন্যই সুযোগ হলো না তাসকিনের
মোসাদ্দেক হোসেন বা ইয়াসির আলী, দুজনের একজনের ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা জানাই ছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর বল করতে পারার ক্ষমতার জন্য বিশ্বকাপের টিকিট মিলেছে মোসাদ্দেকের। তাসকিন আহমেদ নাম জোর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাঁর সুযোগ মেলেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ফিটনেসের কারণেই কপাল পুড়েছে তাসকিনের।
বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সিরিজে দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু অ্যাঙ্কেলের চোট তাঁকে ছিটকে দিল নিউজিল্যান্ড সফর থেকে, দুই মাসের জন্য আর মাঠেই নামতে পারলেন না। এরপর চোট কাটিয়ে গত সপ্তাহে রূপগঞ্জের বিপক্ষে নেমেছেন বটে, কিন্তু তাঁর ফিটনেস সন্তুষ্ট করতে পারেনি নির্বাচকদের। আজ মিরপুরে মিনহাজুল সেটিই জানালেন, ‘২০১৭ সালের ২২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের জন্য। এরপরে একটা দীর্ঘ বিরতি গেছে। এটার পরে ওকে যখন নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম আবার ইনজুরিতে পড়ে গিয়েছে। ও কিন্তু এখনো পুরোপুরি ফিট না, আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে ফিজিওর। সে হিসেবে আমরা ওকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না। ঘরোয়া ক্রিকেটে একটা ম্যাচ খেলেছে। কিন্তু তারপরেও ফিটনেস আপ টু দ্য মার্ক না। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।' ’
মোসাদ্দেকের জায়গা হলেও ইয়াসির আলী একেবারে ছিটকে যাননি। নাঈম হাসানের সঙ্গে সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের জন্য ১৭ জনের দলে। প্রধান নির্বাচক বলেছেন, কেউ চোট পেলে কপাল খুলতে পারে ইয়াসিরে, ‘কিছু খেলোয়াড় আছে যারা হয়তো বাইরে থেকে.........ওকে আমরা ঘরোয়া ক্রিকেটে দেখেছি, এইচপিতে যখন ছিল তখনও দেখেছি। কিছু প্রতিভা আছে এবং তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সামর্থ্যের কথা চিন্তা করে ওকে মাঠে আনা। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছে সে, ঘরোয়া ক্রিকেট, দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ভালো খেলছে। সেই চিন্তা করে এবং আমাদের নাম্বার তিনে একজন ব্যাটসম্যান দরকার সেটি মাথায় রেখে ওকে অন্তর্ভুক্ত করা। আমার কাছে মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্টের অধীনে থাকলে সে আরও উন্নতি করবে আর এটা আমাদের জন্য একটি অর্জন হবে।'
বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক, সঙ্গে চমক রাহী
ইয়াসিরের সুযোগটা তাই শেষ হয়ে যায়নি। মিনহাজুল বলেছেন, ইমরুল আর তাসকিনও তাঁদের ভাবনায় আছেন। কে জানে, অন্য কারও দুর্ভাগ্যে বিশ্বকাপে হয়তো সুযোগ হতে পারে এঁদের কারও!