• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে

    বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে    

    বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কত্ব দেওয়া হয়েছে দিমুথ করুনারত্নেকে। ২০১৫ সালের বিশ্বকাপে ১৭ ওয়ানডে ক্যারিয়ারের শেষটি খেলেছিলেন এই ওপেনার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা সফরে দলের অধিনায়ক ছিলেন তিনি। আর লাসিথ মালিঙ্গার নেতৃত্বে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ভিড়ছে করুনারত্নের কাছেই। 

    মালিঙ্গাকে তার অধিনায়কত্বে শেষবারসহ কোনোবারই ঠিক যুত করতে পারেননি, তার নেতৃত্বে শ্রীলঙ্কা হেরেছে ৯ ওয়ানডের প্রতিটিই। এর সঙ্গে আছে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার নড়বড়ে সম্পর্ক। এর আগে তার স্ত্রীর সঙ্গে ফেসবুকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়া অলরাউন্ডার থিসারা পেরেরা এ ব্যাপারে বোর্ডকে চিঠিও দিয়েছিলেন। 

    মালিঙ্গা, করুনারত্নে ছাড়া অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম। এর আগে দুই দফায় শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন তিনি। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কটা এখন খুব একটা সুবিধার নেই তার, এর আগে ফিটনেস ঠিক নেই বলে তাকে বাদ দেওয়ার পেছনেও ভূমিকা রেখেছিলেন হাথুরুসিংহে। এবার ম্যাথিউস নিজেই অধিনায়কত্বের ব্যাপারে আগ্রহী হননি বলে জানা গেছে। 

    অবশ্য এ বিশ্বকাপ নিয়ে বেশ সিরিয়াসই ছিলেন মালিঙ্গা। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলতে আগের রাতে আইপিএল খেলে সকালেই নেমে গিয়েছিলেন, সফলও হয়েছিলেন। তার দল জিতেছে যৌথভাবে সে টুর্নামেন্টের শিরোপাও। 

     

     

    আর অনেকদিন ওয়ানডে না খেললেও করুনারত্নের পক্ষে এসেছে এই টুর্নামেন্টে তার ফর্ম। ৫৫ গড় ও ৯৫-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। অবশ্য কদিন আগে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা প্রভাব ফেলেনি তাকে অধিনায়ক করার সিদ্ধান্তের ওপর। 

    অধিনায়ক নিশ্চিত করা হলেও পুরো স্কোয়াড এখনও দেয়নি শ্রীলঙ্কা। বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত মিটিং হওয়ার কথা, আর পুরো স্কোয়াড ২৪ ঘন্টার মাঝেই আসবে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।