• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে বেশি বেশি ছয় মারতে চান রাসেল

    বিশ্বকাপে বেশি বেশি ছয় মারতে চান রাসেল    

    ২০১৫ বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে জার্সিতে আন্দ্রে রাসেলকে দেখা গেছে ২০১৮ সালের জুলাইয়ে। সেই রাসেলকেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে ক্যারিবিয়ান নির্বাচকরা। বিশ্বকাপে সুযোগ পেয়ে রাসেল বলছেন, বিশ্বকাপে বেশি বেশি ছয় মারা ও সেঞ্চুরি করতেই মুখিয়ে আছেন তিনি। 

    গত তিন বছরে মাত্র একটি ওয়ানডে খেলেছেন রাসেল। গত বছরের ২২ জুলাই বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১৩ রান। বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে অন্য সিনিয়র ক্রিকেটারদের মতো তিনিও ছিলেন জাতীয় দলে ব্রাত্য। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডে বড় রদবদল হওয়াতেই দলে জায়গা ফিরে পেয়েছেন রাসেল।

    বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে অবশ্য খুব একটা অবাক হননি রাসেল, ‘স্কোয়াডে ডাক পেয়ে আমি অবাক হইনি। আমি অন্য জায়গায় ভালো খেলছিলাম। কোচ ও নির্বাচকদের সাথে আমার কথা হয়েছে। আমি জানতাম জাতীয় দলে ফিরব। বিশ্বকাপ নিয়ে আসলে ভাবছিলাম না। নিজের পারফরম্যান্সটা ভালো রাখতে পারলেই সুযোগ পাবো, এই বিশ্বাসটা ছিল।’

    বেশি বেশি ছয় মেরে রান করাই রাসেলের লক্ষ্য, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি। শেষবার দলের সাথে যোগ দিয়ে দুটি ইনজেকশন নিতে হয়েছিল। খুব হতাশ হয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা মাঠের বাইরে বসে দেখেছি, কিছুই করার ছিল না। এখন আমি যত দ্রুত সম্ভব মাঠে নামতে চাই। বেশি করে ছয় মারতে চাই, সেঞ্চুরি করতে চাই।’

     

     

    তিন বছরের বেশি সময়ে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন, রাসেলকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া কি ঠিক হয়েছে? তাকে নিয়ে এমন প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই। রাসেল অবশ্য সমালোচকদের কথা কানে তুলছেন না, ‘অনেকেই অনেক কিছু বলছেন। এটাই তাদের কাজ। ইনজুরি নিয়ে কীভাবে খেলতে হয় সেটা তারা জানে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমাদের যেভাবে সম্মান করা হয়, জাতীয় দলে সেটা হয় না। উল্টোটাই হওয়া উচিত ছিল, কারণ সেখানে আমরা সবাই একই ভাষায় কথা বলি।’