• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ হেলস

    বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ হেলস    

    আনন্দবর্ধক ড্রাগ নেওয়ায় ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে এবার সেই অপরাধের আরও বড় শাস্তি পেতে হচ্ছে ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসকে। বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। হেলস বাদ পড়েছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকেও। 

    ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলি জাইলস বলছেন, অনেক ভেবেচিন্তেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, ‘আমরা অনেক ভেবেছি এটা নিয়ে। ইংল্যান্ড দলে সঠিক পরিবেশটা বজায় রাখার চেষ্টা চালাচ্ছি আমরা। দলের জন্য সেটা ভালো সেটাই করা হয়েছে। দলের কারো মন যেন মাঠের বাইরের বিশয়ের দিকে না যায়, এজন্যই এই সিদ্ধান্ত।’

    বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও ভবিষ্যতে সুযোগ আছে হেলসের, জানিয়েছেন  জাইলস, ‘এটাই তার ক্যারিয়ারের শেষ নয়। আমরা চাই সে কাউন্টিতে ভালো পারফর্ম করুক। তার যে প্রতিভা আছে সেটা যেন সে কাজে লাগায়। নটিংহামশায়ারের উচিত হবে তার পাশে থাকা।'

    হেলসের বদলি হিসেবে দলে আসতে পারেন জেমস ভিন্স।