• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    যে কারণে জার্সিতে ফিরেছে লাল-সবুজ

    যে কারণে জার্সিতে ফিরেছে লাল-সবুজ    

     

    সবুজ জার্সি পরে কাল সংবাদ সম্মেলন করল বাংলাদেশ দল। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা, রাত না পেরোতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন জার্সিটা বদলে ফেলা হবে। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেই ২৪ ঘন্টার মধ্যে সেই জার্সি বদলে লাল-সবুজে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করলেন।

     

    লাল ও সবুজ-বিশ্বকাপের জন্য এই দুই ধরনের জার্সির প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশ দলের জন্য। লাল জার্সি নিয়ে বিতর্ক না থাকলেও সবুজ জার্সিটার ছবি নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। আয়ারল্যান্ড বা পাকিস্তানের সঙ্গে মিল আছে, এমন কথাও ভাইরাল হয়ে যায় ফেসবুকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, সামাজিক যোগাযোগমাধ্যমের রোষের জন্য নয়, স্রেফ লাল সবুজ না থাকার কারণেই জার্সিটা বদলানো হয়েছে, ‘আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ফেসবুকে কী হচ্ছে আমি জানি না। পাকিস্তানের সঙ্গে মিলের জন্য জার্সি বদলানো হয়েছে, কথাটা ভুল। অনেক ক্রিকেট দলের জার্সিতেই জাতীয় দলের পতাকা নেই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ভারতের কথা ধরুন। যারা বলেছে সবুজ জার্সি মানে পাকিস্তান ওদের পাকিস্তানেই চলে যাওয়া উচিত।’

     

     

    বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন সেই সঙ্গে, ‘এখানে যে ঘটনাটি হয়েছে সেটি আপনাদের বলছি। আমাদের যে কমিটি আছে তারা জার্সিগুলো বাছাই করে পাঠিয়ে দেয় আইসিসিতে। প্রথম যে জার্সিটি পাঠানো হয় সেটির ছবি আপনারা দেখছেন।  এই একই সবুজটি শুধু সাদার জায়গায় লাল লেখা ছিল। নাম, বাংলাদেশ লিখাটা এবং পিছনের নাম্বারটি ছিল লাল। এটি ছিল প্রথম এবং এটির সাথে সাথে ওরা তখন বললো যে তোমাদের আরেকটি বিকল্প জার্সিও দিতে হবে। তখন এটার সাথে সাথে আমরা লাল রঙেরটি পাঠাই। বিকল্প জার্সি সবসময় আইসিসি বিশ্বকাপে দিতে হয়। এগুলোতো আর এক মুহূর্তে বানানো হয়নি। এই দুটো আমরা যখন পাঠালাম তখন আইসিসি সাথে সাথেই তার অনুমোদন দিয়েছে। করে দিয়ে বললো আমরা যে সবুজটি পাঠিয়েছিলাম সেই সবুজটির মধ্যে যে আমরা লাল লেখেছি দেশের নাম এবং নাম্বার এটা হবে না। লাল ব্যবহার করা যাবে না নাম এবং নাম্বারে। এটি সাদা করতে হবে সবার জন্য। তখন ওনারা এটি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাহলে লালটি সরিয়ে ফেলা হবে। এই ব্যাপারটির পর আর কিন্তু ওয়ার্কিং কমিটির কাছে ফাইনাল অবস্থায় আসেনি। লালটি যখন সরিয়ে পাঠানো হলো ওরা তখন গ্রহণ করেছে।'