• সিরি আ
  • " />

     

    তরিনোকে জিততে দিলেন না রোনালদোই

    তরিনোকে জিততে দিলেন না রোনালদোই    

    ২৪ বছর নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিগে জয় আসেনি। জুভেন্টাসকে হারানোর স্বাদটা যেন ভুলতেই বসেছে তরিনো। তবে গতকাল বহু প্রত্যাশিত সেই জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল তুরিনের ক্লাবটি। শেষ পর্যন্ত তুরিন ডার্বিতে তাদের জয় পেতে দেননি ক্রিশ্চিয়ানো রোনালদোই। শেষ মুহূর্তে গোল করে দলের হার এড়িয়েছেন সিআর সেভেন। ১-১ গোলের এই ড্রয়ে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার স্বপ্নটা অবশ্য অধরাই রয়ে গেল তুরিনের ওল্ড লেডিদের।

    জুভেন্টাসের মাঠে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত তরিনো। আন্দ্রেয়া বেলোত্তির শট ঠেকিয়ে দেন সেজনি। ১৮ মিনিটে সেজনিকে পরাস্ত করে তরিনোকে লিড এনে দেন সাসা লুকিচ। রক্ষণভাগে মিরালেম মিয়ানিচের ভুলের সুযোগ নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান লুকিচ। পরের মিনিটেই অবশ্য জুভেন্টাসকে ম্যাচে ফেরাতে পারতেন মাতুইদি, তার শট বাঁচিয়ে দেন তরিনো কিপার সিরিগু। ৩৬ মিনিটে রোনালদোকেও হতাশ করেন তিনি।

    দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। ৫৪ মিনিটে তার শট পোস্টের উপর দিয়ে চলে যায়। ৭৭ মিনিটে ময়েস কিনের দারুণ এক শট ঠেকিয়ে দিয়ে তরিনোর লিড ধরে রাখতে সাহায্য করেন সিরিগু।

    শেষ বাঁশি বাজতে তখন ৬ মিনিটের মতো বাকি। জুভেন্টাসের বিপক্ষে দারুণ এক জয়ের স্বপ্ন দেখছে তরিনো। ঠিক তখনই সব আলো কেড়ে নিলেন রোনালদো। লিওনার্দো স্পিনাজোলার ক্রসে লাফিয়ে উঠে হেড করলেন, রোনালদোর সেই হেড ঠেকানোর কোন উপায় ছিল না সিরিগুর সামনে। লিগে এটি রোনালদোর ২১তম গোল।

     

     

    এই জয়ে ৩৫ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৮৫। সমান ম্যাচে তরিনোর পয়েন্ট ৫৭, যা তাদের সিরি আ ইতিহাসে সর্বোচ্চ, তাঁরা এখন আছে ষষ্ঠ অবস্থানে। চতুর্থ স্থানে থাকা আটালান্টার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে তরিনো, চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাই শেষ তিন ম্যাচে শক্ত লড়াই দেবে তাঁরা।