• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    যোগ ব্যায়ামেই বিশ্বকাপের প্রস্তুতি সারছেন গেইল

    যোগ ব্যায়ামেই বিশ্বকাপের প্রস্তুতি সারছেন গেইল    

    বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসার নাম তিনিই। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা কেমন চলছে ক্রিস গেইলের? অনেকেই ভাবতে পারেন, অনুশীলনেই বেশি সময় কাটছে তাঁর। গেইল অবশ্য জানালেন ভিন্ন কথা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য নেট প্র্যাকটিস নয়, যোগ ব্যায়ামেই বেশি মনযোগী হয়েছেন তিনি!

    ৩৯ বছর বয়সী গেইল বলছেন, শারীরিক অনুশীলনের চেয়ে মানসিক প্রস্তুতিটাই বেশি জরুরী, ‘যদি আপনার মাথা বলে যে কাজটা করতে পারবেন, তাহলেই সেটা পারবেন। বয়স তো আর কমে না, দিনদিন বাড়তেই থাকবে। আমার মতে মানসিক প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিক প্রস্তুতিটা নিয়ে খুব বেশি ভাবি না। গত কয়েক মাসে ফিটনেস নিয়ে ততটা কাজ করিনি, জিমেও খুব বেশি যাই না। হালকা কিছু অনুশীলন করি, মাঠে নামার জন্য যেটুক দরকার হয়। যোগ ব্যায়ামটাই বেশি করা হয়।’

    ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গেইল ছিলেন অবিশ্বাস্য ফর্মে। চার ম্যাচে ১০৬ গড়ে করেছিলেন ৪২৪ রান, ছিল দুটি সেঞ্চুরিও। এই সিরিজে গেইল হাঁকিয়েছেন ৩৯ ছক্কা। আইপিএলেও গেইলের ব্যাট হেসেছে। ৪০.৮৩ গড়ে করেছেন ৪৯০ রান, ছয় মেরেছেন ৩৪টি। এই ফর্মটা বিশ্বকাপেও ধরে রাখতে চান, ‘বিশ্বকাপে রানের বন্যা বইবে। এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে বলেই বলছি এমনটা। গত কয়েক মাসে রানের মাঝেই আছি, আশা করি বিশ্বকাপে সেটা ধরে রাখতে পারব। এতগুলো বিশ্বকাপ খেলব সেটা কখনোই ভাবিনি। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম কাজে দিয়েছে।’

     

     

    ২০১৫ বিশ্বকাপের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই ক্যারিয়ার শেষ করবেন, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে বোর্ডের সাথে দ্বন্দ্ব ভুলে জাতীয় দলে ফিরেছেন, বিশ্বকাপে থাকবেন জেসন হোল্ডারের ডেপুটি হয়েই। সমর্থকদের জন্যই বিশ্বকাপে ভালো কিছু করতে চান গেইল, ‘আমি যা করি সব সমর্থকদের জন্যই। সত্যি বলতে, কয়েক বছর আগে আমি জাতীয় দলে ফেরার আশা আর করতাম না। তখন সমর্থকরা আমাকে বলতেন, আমি যেন ফিরে আসি। দীর্ঘ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আমি তাদের ভালো কিছু উপহার দিতে চাই।’