• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণে বারণ মঈনের

    স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণে বারণ মঈনের    

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন দুইজন। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ইংল্যান্ড বিশ্বকাপেই। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সমর্থকরা যে তাদের দুইজনকে সে নিষেধাজ্ঞার কথাটা বারবার মনে করিয়ে দেবেন, সেটা বলাই বাহুল্য। ইংলিশ স্পিনার মঈন আলি অবশ্য নিজের দেশের সমর্থকদের অনুরোধ করছেন, তারা যেন স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণ না করেন।

    গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় কম সমালোচনা শুনতে হয়নি স্মিথ-ওয়ার্নারকে। এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন দুইজন, হারিয়েছেন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগও। বিশ্বকাপে খেলা নিয়েও ছিল সংশয়, সাথে যোগ হয়েছিল ইনজুরিও। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে আছেন দুইজনই।

    অন্যরা বল টেম্পারিংয়ের সেই ঘটনা ভুলে গেলেও ইংলিশ সমর্থকরা যে সেটা ভুলবে না, তা হয়ত ভালমতোই জানেন মঈন। এজন্যই তার অনুরোধ, দর্শক যেন স্মিথ-ওয়ার্নারকে খারাপ কিছু না বলে, ‘আমি আশা করছি বিশ্বকাপের সময় দর্শক তাদের বেশি কিছু বলবে না। আমি চাই স্মিথ-ওয়ার্নার টুর্নামেন্টটা উপভোগ করুক। যদি কেউ তাদের ওই বেপারে কিছু বলতেই চায়, সেটা যেন মজাদার কিছু হয়, ব্যক্তিগত আক্রমণ না।’

     

     

    ভুল করলেও স্মিথ-ওয়ার্নার আসলে ভালো মনের মানুষ, জানালেন মঈন, ‘আমরা সবাই ভুল করি। মানুষ হিসেবে আমাদের সবার অনুভূতিও আছে। তারা ভুল করলেও মনের দিক দিয়ে খুবই ভালো মানুষ, এটা আমি জানি। তাই তাদের সাথে ভালো আচরণই করা উচিত। বিশ্বকাপে এসব নিয়ে কথা না বলে খেলা নিয়েই কথা বলা উচিত।’

    ইংল্যান্ডের দর্শক মঈনের কথাটা কি রাখবেন?