বাংলাদেশের বিপক্ষে থাকছেন না স্টেইন?
কাঁধের চোটটা ভোগাচ্ছে অনেক দিন ধরেই। আইপিএলে গিয়ে আবার কাল হলো সেই চোট, আবার মাঠের বাইরে চলে গেলেন। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়নি, খেলেননি শ্রীলংকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একমাত্র প্রস্তুতি ম্যাচেও। আজ দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন নিশ্চিত করলেন, ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে পারছেন না স্টেইন। ২ জুন বাংলাদেশের বিপক্ষে নামার সম্ভাবনা ক্ষীণ, সেটিও জানিয়েছেন।
গিবসন আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, 'ও প্রতিদিন একটু একটু করে সেরে উঠেছে। রোব বার বাংলাদেশের বিপক্ষে যদি নাও নামে, ভারতের বিপক্ষে পরের ম্যাচ থেকে আশা করি ওকে পাওয়া যাবে।' ২ জুন বাংলাদেশের সঙ্গে খেলার পর ৫ জুন ভারতের বিপক্ষে সাউদাম্পটনে খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জন্য আপাতত স্বস্তির খবর, রাবাদা ও এনগিদি ফিট আছেন। স্টেইনের জায়গায় প্রথম দুই ম্যাচে মরিস বা প্রিটোরিয়াসকে বিবেচনা করতে পারে দক্ষিণ আফ্রিকা।