• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ওয়ার্নারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া

    ওয়ার্নারকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া    

    ডেভিড ওয়ার্নার যেভাবেই হোক খেলতে চান। এক বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেননি, এই বিশ্বকাপ শুরুর জন্য তাঁর ও স্টিভ স্মিথের মতো অপেক্ষা করেনি আর কেউ। আফগানিস্তানের সঙ্গে কাল শনিবারই সেই অপেক্ষা ঘুঁচে যাওয়ার কথা। কিন্তু চোট হঠাৎ বাগড়া দিয়ে বসেছে। শেষ পর্যন্ত ওয়ার্নার থাকবেন কি না, সেটি নিয়েই সংশয়।


    আরও পড়ুন 

    'চ্যাম্পিয়ন' অস্ট্রেলিয়ার সামনে বিশ্বকাপের আগে পাঁচ প্রশ্ন


    কোমরের নিচে ব্যথা টের পাচ্ছিলেন বেশ কদিন থেকে। এর মধ্যে সেটা বেড়ে গেল, সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তাই নামতে পারলেন না। কাল অবশ্য একটা ফিটনেস টেস্ট দিয়েছেন, সেখানে আগের চেয়ে ভালো বোধ করছেন বলেই জানিয়েছেন। তবে ওয়ার্নারকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারছে না অস্ট্রেলিয়া। কোচ জাস্টিন ল্যাঙ্গার আভাস দিয়েছেন, আজ শুক্রবারই সিদ্ধান্তটা নিয়ে নিতে চান। ম্যাচের দিনের সকাল পর্যন্ত অপেক্ষা করতে চান না।

    প্রতিপক্ষ আফগানিস্তান বলে ঝুঁকিটা হয়তো নাও নিতে পারে অস্ট্রেলিয়া। আর ওয়ার্নার যদি কোনো কারণে না খেলেন, তাহলে তাঁর জায়গা হতো নেবেন শন মার্শ। তবে ল্যাঙ্গার জানিয়েছেন, ওয়ার্নার ফিট থাকলে ফিঞ্চের সঙ্গে ওপেন করতেই নামবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য তিনে নেমেছিলেন, পরে আবার উঠে এসেছেন একে।

     

     

    এমন নয় যে, ওয়ার্নার মাঠে নামতেই পারবেন না। ব্যাটিং করতে সমস্যা হচ্ছে না, এমনকি সোজাও দৌড়াতে পারছেন। সমস্যা হচ্ছে, হঠাৎ করে যখন ডানে বাঁয়ে হঠাৎ ঘুরতে হচ্ছে, তখন কোমরের এক পাশে একটা ব্যথা টের পাচ্ছেন। কাল সকালের আগে সেটি কমে না গেলে হয়তো প্রথম ম্যাচ বসেই থাকবে হবে ওয়ার্নারকে।