• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    সবার আগে আরেকটি ডাবল সাকিবের

    সবার আগে আরেকটি ডাবল সাকিবের    

    ডাবলটা হয়ে যেতে পারত মালাহাইডেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তা হয়নি একটুর জন্য, এরপর ফাইনালে আর খেলা হয়নি চোটের কারণে। ২৫০তম উইকেটের জন্য অপেক্ষাটাও তাই একটু বেড়েছে সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত সবচেয়ে বড় মঞ্চকেই বেছে নিলেন, বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পেলেন ২৫০ উইকেট। দারুণ এক বলে এইডেন মার্করামকে বোল্ড করেই হয়ে গেছে তা। ৫ হাজার রান হয়েছিল আগেই, আরও অনেক ডাবলের মতো এবারও সবচেয়ে কম ম্যাচে ছুঁয়ে ফেললেন।

    ৫ হাজার রান হয়ে গিয়েছিল বেশ আগেই। ২৫০ উইকেটের জন্য অপেক্ষা খানিকটা বেড়েছে। ওয়ানডেতে এই ডাবল আছে আরও চার জনের। সাকিবের আগে সবচেয়ে কম ম্যাচে তা করেছিলেন পাকিস্তানের আবদুর রাজ্জাক, ২৫৮ ম্যাচে। সাকিব করেছেন ১৯৯ ম্যাচে, তাঁর চেয়ে ৫৯ ম্যাচ কম খেলে। শহীদ আফ্রিদি ২৭৩ ম্যাচে, আর জ্যাক ক্যালিস করেছেন ২৯৬ ম্যাচে। আর ৩০৪ ম্যাচ খেলে সবচেয়ে বেশি সময় নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া।

     

     

    ৩০০ উইকেট ও ৬ হাজার রানের ডাবল থেকেও বেশি দূরে নেই সাকিব। আর ওয়ানডেতে সেই কীর্তি আছে শুধু আফ্রিদি ও জয়াসুরিয়ার। একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত, এখানেও সাকিব বাকি দুজনের চেয়ে কম ম্যাচ খেলেই পৌঁছে যাবেন।