• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    'অচেনা' ফ্রান্সকে হারিয়ে তুরস্কের চমক

    'অচেনা' ফ্রান্সকে হারিয়ে তুরস্কের চমক    

    প্রতিপক্ষের মাঠে ফেভারিট ছিলেন তাঁরাই। তুরস্কের বিপক্ষে সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে লাগল একদমই 'অচেনা'। ইউরো বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে তুরস্কের কাছে ২-০ গোলে হেরে গেছেন গ্রিজমান-পগবারা। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ এইচের শীর্ষে উঠে এলো তুরস্ক।

    টর্কু অ্যারেনায় ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল ফ্রান্সই। আতোইন গ্রিজমান তাঁর হেড লক্ষ্যে রাখতে পারেননি। এরপর পুরো ম্যাচেই তেমন কোন আক্রমণ সাজাতে পারেনি ফ্রান্স। ৩০ মিনিটে ফ্রান্সকে চমকে দিয়ে লিড নেয় তুরস্ক। মেরিহ ডেমিরালের পাসে দারুণ এক হেডে বল জালে জড়ান কান আয়হান। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারত তুরস্ক, বুরাক ইলমাজের শট ঠেকিয়ে দেন হুগো লরিস।

    দুই মিনিট পর সেনজিজ আন্ডারকে আর ঠেকাতে পারেননি লরিস। টোকোজের বাড়ানো বলে ডান পায়ের শটে লরিসকে বোকা বানান আন্ডার। বিরতির ঠিক আগে ডেমিরালের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে তিন গোলে এগিয়ে যেতে পারত তুরস্ক।

     

     

    ৫৫ মিনিটে ইলমাজকে গোল করতে দেননি লরিস। ৭০ মিনিটে মাহমুত টেকডেমিরের বাঁ পায়ের জোরালো শটও বাঁচিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক। ম্যাচের শেষের দিকে ইলমাজ ও আন্ডার নষ্ট করেন আরও কিছু সুযোগ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তুরস্ক।

    এই ম্যাচে ফ্রান্সের শটস অন টার্গেট ছিল শূন্য! গত দশ বছরে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। এইচ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তুরস্ক। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট আছে আইসল্যান্ডেরও, গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে তাঁরা।

    অন্য ম্যাচের ফলাফল

    ইতালি ৩-০ গ্রিস

    জার্মানি ২-০ বেলারুশ

    ক্রোয়েশিয়া ২-১ ওয়েলস

    রাশিয়া ৯-০ স্যান মারিনো