• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    রিজার্ভ ডে না থাকার আক্ষেপ রোডসের কন্ঠে

    রিজার্ভ ডে না থাকার আক্ষেপ রোডসের কন্ঠে    

    মাশরাফি বিন মুর্তজা কাল ম্যাচের আগেও বার বার বলছিলেন, যে কোনো মূল্যে চান এই ম্যাচটা হোক। শ্রীলংকার বিপক্ষে জয়টা পাখির চোখ করেই এসেছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেল ম্যাচটা। এক পয়েন্ট পাওয়ার চেয়ে হারানোর আক্ষেপটাই বেশি থাকবে মাশরাফিদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডসের কন্ঠেও সেই হতাশার অনুরণন। সেই হতাশা নিয়েই বললেন, এই বিশ্বকাপে রিজার্ভ ডে থাকা দরকার ছিল।

    শ্রীলংকার কাছে হারটা স্বাভাবিকভাবেই বেশি আক্ষেপ জাগাবে বাংলাদেশের। বিশ্বকাপে কখনো তাদের বিপক্ষে জয় না পেলেও সাম্প্রতিক রেকর্ডটা বাংলাদেশের পক্ষেই ছিল। রোডস তাই সংবাদ সম্মেলনে সরাসরিই বললেন, ‘খুবই হতাশাজনক।  এই ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়া আমাদের লক্ষ্য ছিল। অবশ্যই শ্রীলংকা হেলাফেলা করার মতো দল নয়। তবে আমরা মনে করি আমরা এক পয়েন্ট হারিয়েছি। এখন আমাদের বাকি ম্যাচগুলো জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরের ম্যাচটা আগে জিততে হবে, এরপর বাকিগুলো। যেটার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারব না।’

    এবারের বিশ্বকাপে বৃষ্টি এমনিই বড় একটা অনুঘটক হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দুইটি ম্যাচে একটি বলও গড়ায়নি মাটিতে। বিশ্বকাপের ইতিহাসেই আগে কখনো এরকম হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, খেয়ালি ইংলিশ আবহাওয়ায় বিশ্বকাপের মতো ম্যাচে রিজার্ভ ডে কি রাখা যেত না? কাজটা কঠিন মেনে নিয়েও রোডস সেরকম কথাই বললেন, ‘হ্যাঁ, আমি সেটাই চাই। ইংলিশ আবহাওয়া তো আমি চিনি, দুঃখজনকভাবে এখানে বৃষ্টি হবেই।  কখন আসবে সেটা আমরা জানি না। বিশ্বের নানা প্রান্ত থেকে আমার কাছে সবাই জানতে চাইছে বৃষ্টি থামবে কি না। কিন্তু আমি তো সেটা বলতে পারব না। এই মুহূর্তে এটা বড় সমস্যা মনে হচ্ছে। আমি জানি আয়োজকদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু আমাদের তো খেলার মধ্যে কয়েকটা দিন বিরতি আছে। যদি একদিন পরেও ভেন্যুতে যেতে হয় তাহলে সেটা ভাবা যায়।আমরা মানুষকে চাঁদে পাঠাতে পেরেছি, তাহলে বিশ্বকাপে রিজার্ভ ডে রাখতে পারব না কেন? যখ বিশ্বকাপটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। দর্শকদের জন্যও তো এটা হতাশার, টাকা দিয়ে টিকিট কেটেছে মাঠে এসেছে তারা। সেখানে খেলা না হওয়া তো হতাশার।’

     

     

    এই সপ্তাহেও আরও বেশ কিছু ম্যাচে বৃষ্টির পূর্বাভাস আছে। এই বিশ্বকাপের শনির দশা তাই সহজে কাটছে না বলেই মনে হচ্ছে!