• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পগবা, ডি লিটের এজেন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    পগবা, ডি লিটের এজেন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার    

    মে মাসে 'সুপার এজেন্ট' মিনো রাইওলাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সপ্তাহখানেক বাদে রাইওলার নিষেধাজ্ঞা বিশ্বের সব লিগের জন্য প্রযোজ্য বলে নির্দেশ দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফিফার সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিলেন রাইওলা, কাজ হয়েছে তাতে। মাসখানেক যেতেই রাইওলার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

     

     

    অবশ্য রাইওলার এই নিষেধাজ্ঞার কোনও নির্দিষ্ট কারণ দেখায়নি ইতালিয়ান এফএ বা ফিফা। ইব্রাহিমোভিচ, মাথিয়াস ডি লিট, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি ডনারুমা, হার্ভিং লোজানোদের মত ফুটবলারদের এজেন্ট রাইওলা। ফিফার ব্যানের জন্য আগস্ট মাস পর্যন্ত তার এজেন্টদের ট্রান্সফার সংক্রান্ত কাজ থেকে দূরে থাকা লাগত রাইওলার। এখন অবশ্য ইতালিতেও ফুটবলারদের দলবদল নিয়ে করতে পারবেন তিনি। গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়েছে, 'মিনো রাইওলার আপিলের পর ১৩ জুন থেকে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ইতালি এবং ইউরোপের অন্যান্য লিগে তার এজেন্টদের নিয়ে কাজ করা নিয়ে কোনও বাধা থাকছে না।' 

    নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর টুইটারে রাইওলা বলেছেন; ইতালিয়ান ফেডারেশনকে সমালোচনাই তার নিষেধাজ্ঞার কারণ, 'ইতালিয়ান ফুটবলের অধঃপতনের জন্য ইতালিয়ান এফএ-এর সমালোচনা, বা সাম্প্রতিক বর্ণবাদ সমস্যায় তাদের কঠোর পদক্ষেপ না নেওয়া- এসব ব্যাপারে কথা বলার কারণেই আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। আমি ভুল কিছুই করিনি, আপিলের ফলাফল আমার পক্ষে যাওয়া সেটিই প্রমাণ করে। সত্যেরই জয় হল শেষ পর্যন্ত।'