• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়াল ছাড়ছেন হামেস, গেরেরোকে চায় বার্সা?

    রিয়াল ছাড়ছেন হামেস, গেরেরোকে চায় বার্সা?    

    জুভেন্টাসে যাচ্ছেন হামেস?

    জিনেদিন জিদান ম্যানেজার হয়ে আসার পর থেকেই রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা হারিয়েছিলেন হামেস রদ্রিগেজ। ২০১৭-১৮ মৌসুম থেকে দুই বছরের জন্য বায়ার্ন মিউনিখে ধারে ছিলেন কলম্বিয়ান মিডফিল্ডার। দুই বছর পর বায়ার্ন ছাড়লেন হামেস। আপাতত স্কোয়াডে থাকলেও আগামী মৌসুমে যে হামেস রিয়ালে থাকবেন না, সেটা হয়তো প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। হামেসকে দলে নিতে চান নাপোলির বর্তমান এবং রিয়ালের সাবেক ম্যানেজার কার্লো আনচেলত্তি। কিন্তু নাপোলি নয়, হামেস যাচ্ছেন জুভেন্টাসে- জানিয়েছে মার্কা। 

    রিয়াল মাদ্রিদের পর হামেসকে জুভেন্টাসে চান রোনালদো, জানিয়েছে টুট্টোস্পোর্ট। শেষ পর্যন্ত হামেস কোথায় যান, সেটা অবশ্য সময়ই বলে দিবে।

    গেরেরোকে নেবে বার্সা?

    লেফটব্যাক নিয়ে গত মৌসুমে বেশ ভুগতে হয়েছে বার্সাকে। জর্দি আলবার বিকল্প হিসেবে দলে তাই এবার লেফটব্যাক আনতে চায় কাতালানরা। স্পোর্ট জানিয়েছে, আলবার 'আন্ডারস্টাডি' হিসেবে ম্যানেজার এর্নেস্তো ভালভার্দের প্রথম পছন্দ বরুশিয়া ডর্টমুন্ডের পর্তুগিজ লেফটব্যাক রাফায়েল গেরেরো। 

    গেরেরোকে দলে নিতে অন্তত ট্রান্সফার ফি নিয়ে খুব একটা হয়তো ভাবতে হবে না বার্সাকে। ডর্টমুন্ডের সাথে বর্তমান চুক্তিতে তার 'বাই আউট ক্লজ' মাত্র ২৫ মিলিয়ন ইউরো। তবে ভালভার্দে চাইলেও ডর্টমুন্ডের সাথে গেরেরোর ব্যাপারে এখনও কথা হয়নি বার্সার। আলবার চুক্তি নবায়ন নিয়েও কথা চলছে।

     

     

    নেরেসকে চায় পিএসজি

    গত মৌসুমে আয়াক্সের হয়ে রূপকথার মত এক মৌসুম কাটিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিড নেরেস। পুরশকারস্বরূপ ডাক পেয়েছেন ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডেও। আয়াক্সের অন্যান্য ফুটবলারদের মত এবার নেরেসকে নিতেও উঠেপড়ে লেগেছে ইউরোপের ক্লাবগুলো। লেকিপ জানিয়েছেন, ব্রাজিলের তরুণ ফরোয়ার্ডকে দলে নিতে চায় প্যারিস সেইন্ট জার্মেই।

    নেইমার বা কিলিয়ান এম্বাপ্পের পিএসজিতে থাকা নিয়ে আছে জোর সংশয়। সেজন্যই হয়তো তাদের বিকল্প হিসেবে ফরোয়ার্ড খুঁজছে পিএসজি। এতদিন আঁতোয়া গ্রিযমানকেও দলে নিতে চেয়েছিল তারা। কিন্তু গ্রিযমান বার্সায় যোগ দেওয়ায় এখন নেরেসকে চায় পিএসজি।

    জুভেন্টাসেই ফিরতে চান হিগুয়াইন

    ক্রিশ্চিয়ানো রোনালদো আসার আগে জুভেন্টাসের হয়ে ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছিলেন গঞ্জালো হিগুয়াইন। কিন্তু রোনালদোর আসার পর প্রথমে এসি মিলান এবং পরে চেলসিতে ধারে পাঠানো হয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে। নাপোলিতে মরিজিও সারির হয়ে এক মৌসুমে সিরি আ-তে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন হিগুয়াইন। সারির জুভেন্টাসের কোচ হয়ে আসা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। সারিকে বর্তমান দলের কোচ হতে দেখে তুরিনেই ফেরার ইচ্ছা পোষণ করেছেন 'এল পিপিতা', জানিয়েছেন তার এজেন্ট।

    এক বছরের ধার শেষে তাকে পাকাপাকিভাবে দলে নিতে চাচ্ছে না চেলসিও। জুভেন্টাসেই তাই ফিরতে হচ্ছে হিগুয়াইনকে। তবে সারি ম্যানেজার হয়ে আসলেও স্ট্রাইকার হিসেবে হিগুয়াইনকে দেখা যাবে কি না, সে ব্যাপারে আছে সংশয়।