শিরোপার পথে হাঁটছে বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমে খেলতে এসেই শিরোপার সুবাস পাচ্ছে বসুন্ধরা কিংস। লিগের দ্বিতীয় রাউন্ড শেষেই শীর্ষে উঠেছিল তারা, শুধুমাত্র সপ্তম রাউন্ডে বসুন্ধরা হারিয়ে ওপরে উঠে এসেছিল আবাহনী লিমিটেড। এরপর থেকে আবারও লিগে চলেছে বসুন্ধরার আধিপত্য। শেষ ম্যাচে অবশ্য রহমতগঞ্জকে হারাতে বেশ ভুগতে হয়েছিল কিংসদের। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় দিয়ে ১৭ ম্যাচ শেষে শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করেছে তারা।
সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বসুন্ধরা আছে শীর্ষে, আর ৭ পয়েন্ট পিছিয়ে আবাহনী আছে দুইয়ে। লিগে বাকি আর ৭ ম্যাচ। এখান থেকে আবাহনীকে শিরোপা ধরে রাখতে হলে মিরাকলের আশাই করতে হবে। শেষ পর্যন্ত লিগ শিরোপা হাতছাড়া হলে পরের বছর এএফসি কাপেও জায়গা হারাতে হবে আবাহনীকে। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এরই মধ্যে প্রথমবারের মতো এএফসি কাপের নক আউট পর্বে উঠে ইতিহাস গড়েছে। ইন্টার জোনাল সেমিফাইনালের প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল ২৫।