নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ফেদেরার
দুইজনের ম্যাচ মানেই যেন টেনিস ভক্তদের জন্য বিশেষ কিছু। এই উইম্বলডনেই ১১ বছর আগে রজার ফেদেরার-রাফায়েল নাদাল উপহার দিয়েছিলেন টেনিস ইতিহাসের অন্যতম ধ্রুপদী ফাইনাল। কাল সেমিফাইনালটা অবশ্য চতুর্থ সেটেই জিতে গেছেন ফেদেরার। নাদালকে ৭-৬, ৬-১, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন ফেদেরার।
প্রথম সেটে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। ৬-৬ গেমে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় সেট, সেখানে ৭-৩ ব্যবধানে জিতে এগিয়ে যান ফেদেরার। দ্বিতীয় সেটে পাত্তাই পাননি ফেদেরার। নাদাল ৬-১ গেমে সেই সেট জিতে ম্যাচে সমতা ফেরান। উইম্বলডনে তখন আরেকটি পাঁচ সেটের রোমাঞ্চের অপেক্ষা।
সেই রোমাঞ্চে পানি ঢেলে দিলেন ফেদেরার। পরের দুই সেটে নাদালকে খুব বেশি সুযোগ দেননি ফেদেরার, সাথে যোগ হয়েছে নাদালের কিছু ভুলও। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে ম্যাচে এগিয়ে যান ফেদেরার। অনেক লড়াই করেও চতুর্থ সেট জিতে সমতা ফেরাতে পারেননি রাফা। চতুর্থ সেটে ৬-৪ গেমে জিতে ১২তম বারের মতো উইম্বলডনের ফাইনালে পৌঁছে যান ফেদেরার।
ওপেন টেনিসের নতুন যুগে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। ফাইনালে তাঁর প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সেই ম্যাচ জিতলে রেকর্ড নবম উইম্বলডন শিরোপা উঁচিয়ে ধরবেন ফেদেরার।