• ইউএস ওপেন
  • " />

     

    চতুর্থ রাউন্ড থেকেই ফেদেরারের বিদায়

    চতুর্থ রাউন্ড থেকেই ফেদেরারের বিদায়    

    রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়েই এবার ইউএস ওপেন খেলতে এসেছিলেন তিনি। র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা রজার ফেদেরারের সেই স্বপ্নটা এবার আর পূরণ হচ্ছে না। চতুর্থ রাউন্ডেই থেমে গেলো এই সুইস তারকার যাত্রা, র‍্যাংকিংয়ের ৫৫তম স্থানে থাকা অস্ট্রেলিয়ান জন মিলম্যানের কাছে হেরে অপ্রত্যাশিতভাবে বিদায় নিলেন পাঁচবারের ইউএস ওপেনজয়ী ফেদেরার।

    প্রথম সেটটা অবশ্য ফেদেরারই জিতেছিলেন ৬-৩ গেমে। এরপরই ঘুরে যায় ম্যাচের মোড়। পরের সেট ৭-৫ এ জেতেন মিলম্যান। তৃতীয় সেট যায় ট্রাইবেকারে, হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফেদেরার হারেন ৯-৭ পয়েন্টে। চতুর্থ সেটও গিয়েছে ট্রাইবেকারে, এবার অবশ্য খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি ফেডেক্স, হেরেছেন ৭-৩ পয়েন্টে।

    এই প্রথমবারের মতো ইউএস ওপেনে র‍্যাংকিংয়ের ৫০ এর বাইরে থাকা প্রতিপক্ষের কাছে হারের স্বাদ পেতে হলও ফেদেরারকে। মিলম্যানও ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ১০ এ থাকা কাউকে হারিয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে, সেখানে জোকোভিচের মুখোমুখি হবেন তিনি।