• উইম্বলডন ২০১৯
  • " />

     

    উইম্বলডনের রোমাঞ্চে ফেদেরারকে হারিয়ে শিরোপা জোকোভিচের

    উইম্বলডনের রোমাঞ্চে ফেদেরারকে হারিয়ে শিরোপা জোকোভিচের    

    লর্ডসে তখন ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নাটকীয়তা চরমে পৌঁছেছে। দশ মাইল দূরে উইম্বলডনেও কম নাটক হয়নি। উইম্বলডনের ইতিহাসের দীর্ঘতম ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে নিজের ক্যারিয়ারের ষোলতম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। পাঁচ সেটের থ্রিলারে শেষ সেটটা নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারেই। ফেদেরারকে ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২ গেমে হারিয়ে নিজের পঞ্চম উইম্বলডন ট্রফি জিতলেন জোকোভিচ। 

    ফেদেরার-জোকোভিচের লড়াইটা ছাড়িয়ে গেছে ১১ বছর আগের নাদাল-ফেদেরার ধ্রুপদী সেই ফাইনালকেও। চার ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে চার সেট শেষে ছিল ২-২ এ সমতা। শেষ সেটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। এক গেম ফেদেরার তো পরের গেম জোকোভিচ, প্রায় ঘণ্টাখানেক ধরে চলেছে এমনটাই। শেষ সেটটা তাই পৌঁছে গেলো ১২-১২ পয়েন্টে। টাইব্রেকারে ৭-৩ পয়েন্টে সহজেই জিতলেন জোকোভিচ। 

    শিরোপাটা অবশ্য ফেদেরারের হাতেই উঠতে পারতো। শেষ সেটে তখন ৮-৭ গেমে এগিয়ে আছেন ফেদেরার। নিজের সার্ভে এগিয়ে গিয়েছিলেন ৪০-১৫ পয়েন্টেও। দুটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে দিয়ে ম্যাচে টিকে থেকেছেন জোকোভিচ। ফেদেরার হয়ত দিনশেষে এই গেমের একটি ফোরহ্যান্ড মিসের আফসোসটাই করবেন। 

    এই জয়ে উইম্বলডনের ফাইনালে তৃতীয়বারের মতো ফেদেরারকে হারালেন জোকোভিচ। সব মিলিয়ে শেষ পাঁচ দেখাতেই ফেদেরারের বিপক্ষে জয় পেলেন এই সার্বিয়ান। জোকোভিচের গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা এখন ১৬। তার চেয়ে এগিয়ে আছেন শুধু নাদাল(১৮টি) ও ফেদেরার(২০টি)।