• ইউএস ওপেন
  • " />

     

    সাম্প্রাসকে ছুঁলেন জোকোভিচ

    সাম্প্রাসকে ছুঁলেন জোকোভিচ    

     

    দুই বছরের গ্র্যান্ড স্লাম খরা কাটিয়ে কিছুদিন আগেই জিতেছিলেন উইম্বলডন। নোভাক জোকোভিচের সেই জয়যাত্রা চলছেই। হুয়ান ডেল পোর্তোকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন তিনি। নিজের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি পিট সাম্প্রাসকেও ছুলেন এই সার্বিয়ান।

    প্রথম সেটটা ৬-৩ গেমে সহজেই জেতেন জোকোভিচ। পরের সেটেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন ডেল পোর্তো। ট্রাইবেকারে গড়ানো সেই সেটে শেষ পর্যন্ত ৭-৪ গেমে জেতেন জোকোভিচই। ডেল পোর্তোর প্রতিরোধ শেষ ওই এক সেটেই, তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে সহজে জিতেই শিরোপা জিতলেন জোকোভিচ।

    তিনটি ইউএস ওপেন, ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, চারটি উইম্বলডন ওপেন ও একটি ফ্রেঞ্চ ওপেন; আজকের জয়ের পর জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল ১৪ তে। এর সাথেই ছোঁয়া হয়ে গেল পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও। জোকোভিচের সামনে আছে রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।