• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরেই বরখাস্ত হচ্ছেন হাথুরু?

    বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরেই বরখাস্ত হচ্ছেন হাথুরু?    

    বিশ্বকাপ ব্যর্থতার পর বিদায় নিতে পারেন শ্রীলংকা কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, গুঞ্জন উঠেছিল এমনটাই। তবে দেশে ফিরে হাথুরু জানিয়েছিলেন, চুক্তি শেষ হওয়া পর্যন্ত লংকানদের কোচ থাকতে চান তিনি। হাথুরুর সেই ইচ্ছাটা অবশ্য পূরণ নাও হতে পারে। ইএসপিএন বলছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরপরই ক্রীড়ামন্ত্রীর কথামতো হাথুরুকে বরখাস্ত করতে পারে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। 

    লংকান ক্রিকেটে সরকারের হস্তক্ষেপ নতুন কিছু নয়। গত কয়েক বছরে সেটা বেড়েছে আরও অনেকগুণ। সিনিয়র ক্রিকেটারদের সাথে দ্বন্দ্ব, বিশ্বকাপে সেমিতে উঠতে না পারা; মন্ত্রীর মতো হাথুরুকে নিয়ে খুশি নয় লংকান বোর্ডও। লংকান বোর্ড প্রেসিডেন্ট শামী সিলভা জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী সাথে বিস্তারিত কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা, ‘আমরাও হাথুরুকে সরিয়ে দেওয়ার কথা ভাবছি। দেশে ফিরে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে মন্ত্রীর সাথে কথা বলতে হবে।’ 

    ২৬ জুলাই থেকে শুরু হবে শ্রীলংকা-বাংলাদেশ সিরিজ। সিরিজ শুরুর এক সপ্তাহ আগে কোচকে বরখাস্ত করার খবরটা কি দলে প্রভাব ফেলবে না? সিলভা অবশ্য এমনটা ভাবছেন না, ‘কোচিং স্টাফের থাকা না থাকার সাথে দলের কোনো সম্পর্ক নেই। যদি কোচের সাথে ক্রিকেটারদের গভীর সম্পর্ক থাকে তাহলে সেটা প্রভাব ফেলতে পারে। আমার মনে হয় না আসন্ন সিরিজে এটার কোন প্রভাব পর্বে দলের পারফরম্যান্সে।’ 

    হাথুরুর চুক্তি আরও দেড় বছর বাকি থাকলেও বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়েছে ব্যাটিং কোচ জন লুইস ও ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনের। দলের ফিল্ডিং নিয়ে সবাই রিক্সনের ওপর সন্তুষ্ট, তার চুক্তি বাড়ানোরও ইচ্ছা আছে বোর্ডের। কিন্তু রিক্সন নিজেই আর থাকতে চাচ্ছেন না, জানালেন সিলভা, ‘কোচিং স্টাফের অনেকেই ভালো করেছে। বিশ্বকাপের আগে আমরা একটা পর্যালোচনা করেছি। আবার একটা পর্যালোচনা করে মন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’