• লা লিগা
  • " />

     

    'বেলের ব্যাপারে মন্তব্য করায় জিদানের লজ্জা হওয়া উচিত'

    'বেলের ব্যাপারে মন্তব্য করায় জিদানের লজ্জা হওয়া উচিত'    

    ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান বলেছিলেন, গ্যারেথ বেল যত তাড়াতাড়ি রিয়াল ছাড়বেন সবার জন্যই সেটা ভাল হবে। ওয়েলশ ফরোয়ার্ডের রিয়ালকে বিদায় বলা সময়ের ব্যাপার মনে হলেও জিদানের এমন বেফাঁস মন্তব্য পছন্দ হয়নি বেলের এজেন্ট জোনাথন বার্নেটের। রিয়ালে ছয় বছর কাটানো বেলের ব্যাপারে এভাবে বলায় জিদানের লজ্জা হওয়া উচিত বলে মনে করেন বার্নেট।

    ম্যাচ শেষে বেলের ভবিষ্যতের ব্যাপারে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদানকে একহাত নিয়েছেন বার্নেট, 'গ্যারেথ রিয়াল ছাড়বে কি না সেটা একান্তই তার নিজের ব্যাপার। জিদানের এ ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক হয়নি। গ্যারেথ ছয় বছর রিয়ালের হয়ে খেলেছে। গত কয়েক বছর রিয়ালের অনেক বড় ম্যাচে গোল করেছে সে। রিয়ালের জন্য এত কিছু করা একজনের ব্যাপারে এভাবে মন্তব্য করায় জিদানের লজ্জা হওয়া উচিত।'

     

     

    ২০১৯-২০ প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ৩-১ গোলের হারে খেলেছিলেন মূল স্কোয়াডের প্রায় সবাই, কাস্তিয়া থেকে তাকেফুসা কুবো, দে লা ফুয়েন্তের মত তরুণরাও। কিন্তু বেলকে স্কোয়াডের বাইরেই রেখেছিলেন জিদান। ম্যাচ শেষে কারণটাও জানিয়েছিলেন তিনি, 'বেলকে স্কোয়াডে রাখা হয়নি কারণ সে রিয়াল ছাড়ার দ্বারপ্রান্তে আছে। তার সাথে আমার ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব নেই। কিন্তু ক্লাবের কথা চিন্তা করে কিছু সিদ্ধান্ত নিতেই হয়। আশা করছি খুব শীঘ্রই তার দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেটাই সবার জন্য ভাল হবে।'

    ২০১৩ সালে বিশ্বরেকর্ড গড়ে টটেনহাম হটস্পার থেকে বেলকে নিয়েছিল রিয়াল। গত ছয় মৌসুমে রিয়ালের হয়ে ১০২ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৪বার করে; ১বার করে জিতেছেন লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপারকাপ। শোনা যাচ্ছে, সেই টটেনহামেই ফেরত যাচ্ছেন বেল। বেলকে নিতে রিয়ালকে ৬০ মিলিয়ন ইউরো দিবে স্পার্স, জানিয়েছে ডেইলি মেইল। চুক্তির তিন বছর বাকি থাকায় বেলকে বেতন বাবদ ২৫ মিলিয়ন ইউরো দেবে রিয়াল, জানিয়েছে মার্কা।