তীব্র তাপদাহে বদলাচ্ছে এমসিসির আড়াইশো বছরের ড্রেসকোড
লর্ডসে এমসিসি স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে সদস্যদের কঠিনভাবে মানতে হয় ড্রেসকোড। স্যুট-টাই ছাড়া এমসিসির কোনো সদস্য ওই স্ট্যান্ডে বসে খেলাই দেখতে পারবেন না। তবে আজ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড চারদিনের টেস্টে দেখা যাবে একটু ভিন্ন দৃশ্য। ইউরোপজুড়ে চলা তাপদাহের কারণে স্যুট খুলে রেখেই খেলা দেখতে পারবেন এমসিসির সদস্যরা।
গত কয়েক সপ্তাহ ধরেই পুরো ইউরোপজুড়ে চলছে তাপদাহ। ইংল্যান্ডের বিভিন্ন শহরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে যথেষ্ট বাড়তি। লন্ডনে আজ ও কাল তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সাধারণত এমসিসির স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে সবসময় স্যুট-টাই পরতেই হবে ছেলেদের, সাথে মোজাসহ জুতা। নারীদের এমন পোশাক পরতে হবে যেন হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে। সাথে থাকতে হবে ফরমাল জুতা, ঢেকে রাখতে হবে কাঁধও।
যেখানে ১৭৮৭ সাল থেকে জামা কাপড় নিয়ে এতশত নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে, সেখানে স্যুট ছাড়া খেলা দেখার ব্যাপারটা একটু অদ্ভুতই লাগতে পারে। কিন্তু প্রচন্ড তাপদাহ এমসিসিকে তাদের নিয়মে শিথিলতা আনতে বাধ্য করেছে। এমসিসির প্রধান নির্বাহী ড্যারেক ব্রিওয়ের সংস্থাটির পক্ষ থেকে সদস্যদের মেইলে জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুইদিন তাঁরা চাইলে স্যুট খুলে রেখেই খেলা দেখতে পারবেন।
এমসিসির নিয়মের এমন শিথিলতা অবশ্য এই প্রথম নয়। ২০১৮ সালে মিডলসেক্স ও হ্যাম্পশায়ারের ম্যাচেও অতিরিক্ত গরমের কারণে স্যুট খুলে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল উপস্থিত এমসিসি সদস্যদের।