রিয়ালকেই বেশি মিস করেন রোনালদো
স্প্যানিশ সংবাদপত্র মার্কার ২০১৯ সালের 'লেজেন্ড অ্যাওয়ার্ড' নিতে মাদ্রিদে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার নেওয়ার পর স্থানীয় শিশুদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। সেখানে এক প্রশ্নের জবাবে রোনালদো জানান, মাদ্রিদ ছাড়ার সময় তারও খুব বেশি খারাপ লেগেছিল। সাবেক ক্লাবদের মাঝে রিয়ালকেই সবচেয়ে বেশি মিস করেন, এমনটাই বলছেন সিআর সেভেন।
গত মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। রিয়াল ছেড়ে যাওয়াটা কঠিন ছিল তার জন্য, স্বীকার করলেন রোনালদো, ‘মাদ্রিদ শহরটা আমার জীবনের বড় একটা অংশ। শুধু ফুটবল নয়, ব্যক্তিগত দিক দিয়েও। এখানে আমার প্রিয় জিম আছে, ক্লিনিক আছে; হোটেলের কাজও প্রায় শেষ। আমার জীবনে ক্লাব হিসেবে রিয়ালের প্রভাব অনেক। রিয়াল ছাড়ার সময় সমর্থকদের মতো আমিও অনেক কষ্ট পেয়েছিলাম।’
রিয়ালের আগে রোনালদো খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই ক্লাবের মাঝে কোনটিতে বেশি মিস করেন রোনালদো? রোনালদো অকপটে জবাব দিয়েছেন, রিয়ালই তার হৃদয়ের বেশি কাছে, ‘আমি দুই ক্লাবকেই মিস করি। কিন্তু মাদ্রিদে অনেক বেশি সময় ছিলাম। আমার বান্ধবীও এখানকার, আমার বাচ্চারাও এখানে বেড়ে উঠেছে। তাই মাদ্রিদের কথা বেশি মনে পড়ে।’
রিয়ালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগে জেতার পর জুভেন্টাসে গিয়েছিলেন রোনালদো। সেখানে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার। আগামী মৌসুমে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান সিআর সেভেন, ‘আমরা তো চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। কিন্তু কাজটা খুবই কঠিন কারণ সবাই এটা জিততে চায়। একটা দলই শেষ পর্যন্ত শিরোপা জিতবে, আশা করি সেটা জুভেন্টাস হবে।’
ষষ্ঠ ব্যালন ডি অর জিতে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো, ‘৩৩ বছর বয়সে রিয়ালের সাথে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে গিয়েছিলাম। সেখানে মৌসুমটা দারুণ কেটেছে। আমি সিরি আ, কোপা ইতালিয়া জিতেছি। পর্তুগালের হয়ে নেশনস লিগও জিতেছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে এটা আমার অন্যতম সেরা মৌসুম। তাই ব্যালন ডি অর জেতার আশাও করছি।’