কর ফাঁকির অভিযোগে রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত
সাবেক ব্রাজিল ও বার্সেলোনা ফুটবলার রোনালদিনহোর ৫৭ টি সম্পত্তি বাজেয়াপ্ত করছে ব্রাজিল। সঙ্গে তার স্প্যানিশ ও ব্রাজিলিয়ান পাসপোর্টও বাজেয়াপ্ত করেছে তাঁরা। ব্রাজিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কর ও জরিমানা পরিশোধ না করায় এই শাস্তি পেতে হচ্ছে রোনালদিনহোকে।
পোর্তো আলেগ্রেতে নিজের লেক হাউজে অবৈধ পিলার স্থাপনের জন্য ২.০৬ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে দুইবারের বর্ষসেরা ফুটবলারকে। এছাড়াও পরিবেশ আইন ভঙ্গের কারণেও জরিমানা হয়েছে রোনালদিনহোর।
ব্রাজিলের এক আইনজীবী বলেছেন এই বিচারটি হয়েছে গোপনে। তাই সংবাদমধ্যমের কোনো খবর নিশ্চিত করা বা নাকচ করার কোনো সুযোগ নেই বিচারকদের।
ক্যারিয়ারের সেরা সময়টা রোনালদিনহো পার করেছিলেন বার্সেলোনায়। ২০০৪ ও ২০০৫ সালে হয়েছিলেন বর্ষসেরা ফুটবলার। আর ২০০২ সালে জিতেছিলেন বিশ্বকাপ। সেই ব্রাজিল দলের অধিনায়ক কাফু নিজেও আছেন একইরকম সমস্যায়। তারও বেশিরভাগ বাড়িই বাজেয়াপ্ত করছে ব্রাজিল।