• লা লিগা
  • " />

     

    অ্যাটলেটিকো ছেড়ে সাও পাওলোতে হুয়ানফ্রান

    অ্যাটলেটিকো ছেড়ে সাও পাওলোতে হুয়ানফ্রান    

    অ্যাটলেটিকো মাদ্রিদে কাটিয়েছেন লম্বা একটা সময়। এই সময়ে স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান ফ্রানসিন্সকো তোরেসের সাফল্য কম নয়। গত জুনেই ক্লাবের সাথে চুক্তি শেষ হয়েছে তাঁর। দীর্ঘ আট বছরের সম্পর্ক ছেদ করে স্পেনে ছেড়ে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে পাড়ি জমালেন হুয়ানফ্রান।

    সাও পাওলোর পক্ষ থেকে দেওয়া এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে হুয়ানফ্রানের দলবদলের খবর, ‘লাতিন আমেরিকাতে খেলার চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হুয়ানফ্রান। মরুম্বি স্টেডিয়ামের অবিশ্বাস্য পরিবেশে মাঠে নামবেন তিনি।’ 

    ৩৪ বছর বয়সী হুয়ানফ্রানকে আরও এক বছর অ্যালেটিকোতে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। হুয়ানফ্রান নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ব্রাজিলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমার জন্ম স্পেনে, বড় হওয়া ও ফুটবল ক্যারিয়ার সবটাই এখানে। আমি এখানে থেকে ব্রাজিলে গিয়ে সেখানে খেলার স্বপ্নটা পূরণ করতে চাই।’ 

    অ্যাটলেটিকোর হয়ে ৩৫৫ ম্যাচ খেলেছেন হুয়ানফ্রান। এই আট বছরে তিনি জিতেছেন একটি করে লা লিগা, সুপারকোপা, কোপা ডেল রে ও দুটি ইউরোপা লিগ, ইউয়েফা সুপার কাপ। সাও পাওলোর সাথে ১৮ মাসের চুক্তি করেছেন হুয়ানফ্রান। দুইদিন আগে সাও পাওলোতে যোগ দিয়েছেন ব্রাজিল অধিনায়ক দানি আলভেজও।