• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এবারও চ্যাম্পিয়নস লিগ জেতার ব্যাপারে আশাবাদী মেসি

    এবারও চ্যাম্পিয়নস লিগ জেতার ব্যাপারে আশাবাদী মেসি    

    গত মৌসুমের শুরুতেও ক্যাম্প ন্যুর দর্শকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগটা খুব করেই জিততে চান তিনি। লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগটা অধরাই থেকে গেছে বার্সার। গতকাল হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালের আগে বার্সা অধিনায়ক আবারও জানালেন, গতবার চ্যাম্পিয়নস লিগ না জেতার আফসোস খুব বেশি না হলেও এবার সেই শিরোপাটা জিততে চান তিনি। 

    সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারালেও দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারায় স্বপ্নভঙ্গ হয়েছিল বার্সার। এবারও সব ট্রফি জেতার লক্ষ্যেই মাঠে নামবে কাতালান ক্লাবটি, জানালেন মেসি, ‘গত মৌসুমের ওই ফলাফলের পর আসলে কিছু বলা কঠিন। কিন্তু আমার কোনো আফসোস নেই। এই মৌসুমে আমরা সবকিছু জেতার জন্যই লড়াই করে যাবো। আমাদের স্বপ্নটা আগের মৌসুমের মতোই আছে।’ 

    গত এক যুগে বেশিরভাগ সময়ই লা লিগা গেছে বার্সার ঘরে। এই সাফল্যটা অর্জন করা কঠিন ছিল বলেই মানছেন মেসি, ‘আমরা গত এগারো বছরে আটবার লা লিগা জিতেছি। আমরা অনেক সময় এটার খুব একটা মূল্য দেইনা। কিন্তু ভবিষ্যতে আমরা বুঝতে পারব লিগ জেতাটা কত কঠিন কাজ ছিল।’ 

    এদিকে হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে মাঠে নামেননি মেসি। পিছিয়ে পড়েও ৯০ মিনিটে লুইস সুয়ারেজের গোলে জয় পেয়েছে বার্সা। ৩৬ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে অবামেয়াং। ৬৯ মিনিটে মাইতল্যান্ড নাইলসের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করে বার্সাকে জয় এনে দেন সুয়ারেজ।