কিক অফের আগে: বৈরী বিলবাওয়ে মেসিকে ছাড়া মৌসুম শুরু করছে বার্সা
কবে, কখন
অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা
সান মেমেস, শনিবার, রাত ১টা
সান মেমেস যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন জায়গায়। বৈরি সমর্থন ও ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের জায়ান্ট কিলার হয়ে ওঠাটা নতুন কিছু নয়। লা লিগার ফিক্সচার ঠিক হয়ে গেলে বড় দলগুলোর জন্য কঠিন পরীক্ষাই ধরা হয় এই সান মেমেসের ম্যাচটি। সেই বিলবাওয়ের মাঠে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করছে লা লিগা চ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচেই অবশ্য বার্সেলোনা দলে পাচ্ছে না অধিনায়ক লিওনেল মেসিকে। কোপা আমেরিকার পর মেসি আর কোনো ম্যাচই খেলেননি। বার্সার হয়ে অনুশীলনে অংশ নিতে গিয়ে প্রথম দিনেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। তখনও অবশ্য ধারণা করা যায়নি লিগের প্রথম ম্যাচটা খেলা হবে না মেসির। ম্যাচের আগে বার্সা কোচ এর্নেস্তো ভালভার্দে বলেছেন, মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। সে কারণেই তাকে ছাড়া বিলবাও গেছে বার্সা।
মেসির ইনজুরি অবশ্য আপাতত ভোগান্তির কারণ হওয়ার কথা নয় বার্সার। নতুন আসা অ্যান্টোয়ান গ্রিযমান পুরো প্রাক মৌসুম খেলেছেন। লিগের জন্য প্রস্তুতই মনে হয়েছে তাকে। উসমান ডেম্বেলে, লুইস সুয়ারেজদের সঙ্গে ফ্রন্ট থ্রি তে গ্রিযমানেরই নামার কথা।
বিলবাও গত মৌসুমে ১৩ জয়, ১৪ ড্র, ১১ হার নিয়ে মৌসুম শেষ করেছিল আটে থেকে। এবারও তাই ইউরোপিয়ান ফুটবল পাচ্ছে না সান মেমেস। দলবদলের নিজেদের বিশেষ কিছু নিয়ম কানুন থাকায় কখনই বড় অঙ্কের টাকা খরচ করে নামী খেলোয়াড় ভেড়ানো হয়না বিলবাওয়ের। তবে লা লিগায় ধারাবাহিকতার কারণে বরাবরই বেশ প্রশংসিত হয় তারা। এবার অবশ্য বিলবাওকে ঘিরে খুব বেশি প্রত্যাশা নেই খোদ সমর্থকদেরও, যা আছে সবটাই সংশয়।
স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। বার্সার রক্ষণের জন্য তিনিই সবচেয়ে বড় ভীতির নাম। রাউল গার্সিয়া, ইকান মুনাইনরা তো আছেনই। বার্সার হাই ডিফেন্সিভ লাইনের বিপরীতে বিলবাওয়ের কাউন্টার অ্যাটাকে সফলতা এই তিনজনের ওপরই নির্ভর করছে।
এই ম্যাচে বার্সার হয়ে অভিষেক হয়ে যাওয়ার কথা ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের। ডাচম্যানকে ঘিরে প্রত্যাশাও অনেক। বার্সার ম্যাচে তাই আলাদা নজর থাকবে ডি ইয়ংয়ের ওপরও। মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের সঙ্গে তার জায়গাটা পাকাই। আরেকটা জায়গা নিয়ে লড়াই হবে আর্থার, রাকিটিচ, রবার্তো ও ভিদালের ভেতর।
বিলবাও যতই বৈরী হোক এখানকার হাওয়া বাতাস ভালোমতোই জানা ভালভার্দের। বিলবাওয়ের হয়ে খেলেছেন ৬ বছর। ক্লাবের ম্যানেজারও ছিলেন ৪ বছর। বার্সায় যোগদানের আগ পর্যন্ত এই বিলবাওয়ের দায়িত্বেই ছিলেন তিনি। ইনাকি উইলিয়ামস, মুনাইন, ইবাইদের ভালোমতোই জানা আছে তার।
২৬ জয়, ৯ ড্র, ৩ হারে গত মৌসুম শেষ করেছিল ভালভার্দের বার্সা। এবারও তেমন কিছুর পুনরাবৃত্তিই লক্ষ্য, তার আগে দরকার দারুণ এক শুরু। তবে শুরুটা যেমনই হোক খুব একটা সহজ হচ্ছে না বার্সার জন্য।
দলের খবর
ইনজুরির কারণে খেলতে পারছেন না মেসি। বার্সার পরবর্তী ম্যাচ ২৫ তারিখ, এর আগে মেসি ফিরবেন বলে আশা করছে বার্সা। ফিলিপ কৌতিনিয়ো অবশ্য দলের সঙ্গেই আছেন। তার দলবদল নিয়ে এখনও চলছে আলোচনা। ভাগ্য কিছুটা ঝুলে থাকা রাকিটিচ, সেমেদোরাও আছেন।
সম্ভাব্য একাদশ
অ্যাথলেটিক বিলবাও
হেরেরিন, ডে মার্কোস, আলভারেজ, মার্টিনেজ, বার্চিচে, সান হোসে, দানি গার্সিয়া, ইকান মুনাইন, রাউল গার্সিয়া, ইবাই, উইলিয়ামস
বার্সেলোনা
টের স্টেগান, সেমেদো, পিকে, ল্যাংলেট, আলবা, বুস্কেটস, ডি ইয়ং, রাকিটিচ, ডেম্বেলে, গ্রিযমান, সুয়ারেজ
হেড টু হেড
গত মৌসুমে এই দুই দলের দুই ম্যাচই ড্র হয়েছে। ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দিয়ে শেষ ১৩ দেখায় অবশ্য মাত্র দুইবার জয় পেয়েছে বিলবাও। আর শেষ পাঁচবারের ভেতর চারবারই লা লিগা ম্যাচে সান মেমেস থেকে জিতে ফিরেছে বার্সা।
প্যাভিলিয়ন প্রেডিকশনঃ অ্যাথলেটিক বিলবাও ১-২ বার্সেলোনা