• লা লিগা
  • " />

     

    ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে হ্যাজার্ড

    ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে হ্যাজার্ড    

    মৌসুম শুরু করার আগেই বেশ বড়সড় এক দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচে থাকছেন না ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। চোট তেমন গুরুতর না হলেও স্প্যানিশ সংবাদপত্র মার্কা নিশ্চিত করেছে, মাঠে ফিরতে আরও ৩ সপ্তাহ সময় লাগবে তার।

    সেল্টার বিপক্ষে ১৭ আগস্ট লা লিগা ম্যাচকে সামনে রেখে শেষবারের মত নিজের ট্রেনিং কমপ্লেক্স ভালদেবেবাসে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন রিয়ালের ফুটবলাররা। শেষ অনুশীলনেই ইনজুরিতে পড়েন হ্যাজার্ড। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তার ইনজুরির কথা নিশ্চিত করেছে রিয়াল। নিজেদের গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে প্রাক-মৌসুম কাটানো রিয়াল ২০১৯-২০ মৌসুমের শুরুতেই তাই কিছুটা ব্যাকফুটেই চলে গেল।

     

     

    ইনজুরির কারণে লা লিগায় রিয়ালের অন্তত প্রথম চার ম্যাচ (সেল্টা ভিগো, ভায়াদোলিদ, ভিয়ারিয়াল, লেভান্তে) মিস করবেন হ্যাজার্ড। আন্তর্জাতিক ম্যাচের কারণে বিরতির ফলে ২ সেপ্টেম্বর লেভান্তের বিপক্ষে খেলার পর সেভিয়ার মাঠে ১৪ সেপ্টেম্বর মাঠে নামবে রিয়াল। এস্তাদিও রামোন সানচেজ পিজুয়ানেই তাই হয়তো রিয়ালের হয়ে লা লিগায় প্রথমবারের মত দেখা যাবে হ্যাজার্ডকে। 

    হ্যাজার্ডের ইনজুরিতে কপাল খুলতে পারে গ্যারেথ বেল বা হামেস রদ্রিগেজের। তাদের দুজনকে জিনেদিন জিদান তার পরিকল্পনায় না রাখলেও বেলজিয়ান ফরোয়ার্ডের ইনজুরির কারণে হয়তো আবারও ভেবে দেখতে হতে পারে তাকে। রিয়ালের আক্রমণে বাঁ-প্রান্তেই খেলার কথা হ্যাজার্ডের। বেল, রদ্রিগেজের বদলে হয়তো ভিনিসিয়াস জুনিয়রকেও খেলাতে পারেন জিদান। গত মৌসুমে রিয়ালের হয়ে বাঁ-প্রান্তে অসাধারণ খেলেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগামী কয়েক সপ্তাহে আরেক ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো বা সার্বিয়ান লুকা ইয়োভিচেরও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা হয়তো বেড়ে গেল কিছুটা হলেও।