• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডের হয়ে আর পেনাল্টি নেবেন না পগবা?

    ইউনাইটেডের হয়ে আর পেনাল্টি নেবেন না পগবা?    

    উলভারহ্যাম্পটনের বিপক্ষে পল পগবার পেনাল্টি মিসেই পয়েন্ট খুইয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র‍্যাশফোর্ডের বদলে তাঁর পেনাল্টি নেওয়া নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে পগবাকে। ডেইলি সান বলছে, শেষ পর্যন্ত ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে পেনাল্টি নেবেন র‍্যাশফোর্ডই। 

    লিগের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন র‍্যাশফোর্ড। উলভসের বিপক্ষে যখন পেনাল্টি পায় ইউনাইটেড, ধারণা করা হয়েছিল র‍্যাশফোর্ডই নেবেন পেনাল্টি। কিন্তু পেনাল্টি নিতে আসেন পগবা। সেই পেনাল্টি থেকে অবশ্য লক্ষ্যভেদ করতে পারেননি। পগবার জোরালো শট ফিরিয়ে দিয়েছেন উলভস কিপার প্যাট্রিসিও। শেষ বাঁশি বাজার পর জার্সি দিয়ে মুখ লুকিয়েই দাঁড়িয়ে ছিলেন পগবা। 

    কেনো র‍্যাশফোর্ডের বদলে পগবা পেনাল্টি নিলেন, সেটা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোলশারকে। ডেইলি সান জানিয়েছে, ওই ম্যাচের পর সোলশার পেনাল্টি নেওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছেন। পরের ম্যাচ থেকে ইউনাইটেড পেনাল্টি পেলে সেটা পগবা নয়, নেবেন র‍্যাশফোর্ডই।  

    এদিকে উলভসের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পগবাকে নিয়ে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে বেশ সোচ্চার ইউনাইটেড ফুটবলাররা। র‍্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়েরসহ প্রায় সবাই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

    ইংল্যান্ডের নারী ফুটবল দলের কোচ ফিল নেভিল বলছেন, বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে সব ফুটবলারের সামাজিক যোগাযোগ মাধ্যম বয়কট করা উচিত, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম যারা পরিচালনা করে, তাদের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সব ফুটবলারের উচিত ছয় মাস এটা বয়কট করা। তখন এটার কী প্রভাব পরে সেটা দেখার অপেক্ষায় আছি।’