• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    উইকিপিডিয়া দেখিয়ে পানশালায় ঢুকলেন হাওয়ার্ড ওয়েব

    উইকিপিডিয়া দেখিয়ে পানশালায় ঢুকলেন হাওয়ার্ড ওয়েব    

    মেজর লিগ সকারে (এমএলএস) রেফারিদের প্রশিক্ষণ দিতে আমেরিকায় ছিলেন অবসরপ্রাপ্ত ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। দিন শেষে কয়েকজন সাংবাদিক বন্ধু এবং রেফারিদের নিয়ে এক পানশালায় গলা ভেজাতে যান ওয়েব। বিপত্তি বাধে তখনই, আইডি না থাকায় ঢুকতে পারছিলেন না পানশালায়। তখন উইকিপিডিয়ায় নিজের পেজ দেখিয়ে অবশেষে পানশালায় ঢুকতে পারেন ওয়েব। বিচিত্র এই ঘটনা শেয়ার করেছেন ডেইলি মেইলের সাংবাদিক মাইক কিগান।

     

     

    আমেরিকার নিয়ম অনুযায়ী, যেকোনও পানশালায় ঢোকার জন্য নিজের পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক। মূলত ২১ বছরের কম বয়সী কেউ যেন পানশালায় না ঢুকতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। ওয়েবকে দেখে প্রাপ্তবয়স্ক মনে হলেও নিয়মের বাইরে যাননি পানশালার বাউন্সাররা। সেজন্যই নিজের উইকিপিডিয়ার শরণাপন্ন হতে হয়েছে তাকে।

    ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে রেফারিং করেছেন ওয়েব। ২০১০ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ফিফা বিশ্বকাপ ফাইনাল- দুই ম্যাচেই রেফারি ছিলেন তিনিই। রেফারিদের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ফুটবল রেকর্ড এবং পরিসংখ্যান ফেডারেশন তাকে সর্বকালের সেরা রেফারিদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে তার অবসরের পরপরই।