• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাদিও আবেগ লুকাতে পারে না: ক্লপ

    সাদিও আবেগ লুকাতে পারে না: ক্লপ    

    বার্নলির বিপক্ষে লিভারপুলের জয়ে প্রথম গোল করেছিলেন তিনিই। ম্যাচের শেষদিকে ডিবক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও সাদিও মানেকে পাস না দিয়ে নিজেই শট নিয়েছিলেন মোহামেদ সালাহ। কিছুক্ষণ বাদেই মানেকে উঠিয়ে নেন ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। সালাহ পাস না দেওয়ায় মাঠ ছাড়ার সময়ই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন সেনেগালের ফরোয়ার্ড। তাকে ঠান্ডা করতে এগিয়ে এসেছিলেন ক্লপ নিজেও। ম্যাচ শেষে জার্মান ম্যানেজার জানিয়েছেন, মাঠে অসন্তোষ প্রকাশ করলেও এখন সবই ঠিক আছে 'অল রেড'দের মাঝে।

     

     

    মাঠ ছাড়ার সময় থেকে ডাগআউটে বসার পরও কমেনি মানের অসন্তোষ। শুধু ক্লপ নয়, লিভারপুলের অন্য ফুটবলাররাও মানেকে ঠান্ডা করার চেষ্টা করেছিলেন। ডাগআউটে বা মাঠে- কখনোই মানের এমন অগ্নিশর্মা রূপ দেখেনি কেউই। ক্লপও মানছেন; মানের এমন রূপে অভ্যস্ত নন তিনিও, 'সাদিও সাধারণত স্কোয়াডের সবচেয়ে চুপচাপ গোছের। সে কখনোই তেমন আবেগ প্রকাশ করে না। কিন্তু ম্যাচের মধ্যে এরকম হতেই পারে। তার অসন্তোষ প্রকাশের কারণও খুবই যৌক্তিক।'

     

     

    সাধারণত শান্তশিষ্ট মানের আবেগ প্রকাশকে অবশ্য সাধুবাদই জানিয়েছেন ক্লপ, 'সাদিও তার আবেগ লুকাতে পারে না। ব্যাপারটি আমি ভাল চোখেই দেখি। আমরা মানুষ, সবারই আবেগ আছে। ম্যাচের ঘটনা নিয়ে আমরা কথা বলেছি, এখন সবকিছু ঠিক আছে। আবারও এমন কিছু ঘটলে তার প্রতিক্রিয়া হয়তো এবারের মত হবে না, কিন্তু ম্যাচের সময় এগুলো খুবই স্বাভাবিক। সে ভুল কিছু করেনি, খারাপ কিছুও বলেনি।'